প্রোটিয়াদের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৭

প্রোটিয়াদের বিপক্ষে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

নিউ সিলেট ডেস্ক : পচেফস্ট্রুম হতে ব্লমফন্টেইন হয়ে কিম্বার্লি। দক্ষিণ আফ্রিকা সফরে কোথাও বাংলাদেশের গল্পটা বদলায়নি। পচেফস্ট্রুম আর ব্লমফন্টেইনে অনুষ্ঠিত দুই টেস্টে অসহায় আত্মসমর্পন। এরপর কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতেও তাই। যেখানে আগে ব্যাট করে ২৭৮ রান করেও পারা যায় নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হারতে হয়েছে ১০ উইকেটে। এমন হতাশার এক সফরে আরেকবার ভেন্যু বদল। এবার বোল্যান্ড পার্কের পার্ল ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার মিশন টাইগারদের। গল্পটা কি এখানে বলদাবে? বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দুই দল।
দক্ষিণ আফ্রিকা সফরে কি বোলিং আর ব্যাটিং, কোন বিভাগেই আসলে ধারাবাহিক কিছু করতে পারছে না বাংলাদেশ। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯০ রানে অল আউট, দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই দুইশ রান পার করতে না পারা তো সেটিই বলে। আর বোলিং ব্যর্থতা ফোটে উঠে প্রোটিয়াদের ইনিংসগুলোর দিকে তাকালে। টেস্টে মুশফিকুর রহীমের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দক্ষিণ আফ্রিকা গিয়েও দলের চেহারাটা পাল্টাতে পারেন নি।
বাংলাদেশের সঙ্গে ভাগ্যটাও বোধ হয় এবার সঙ্গে নেই। তা না হলে প্রথম ওয়ানডের আগে মোস্তাফিজুর রহমান কি ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকেই ছিটকে যাবেন। তামিম ইকবাল দ্বিতীয় টেস্টের পর খেলতে পারেন না প্রথম ওয়ানডেতেও। যতো দূর জানা গেছে তামিম ইকবাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা খেলছেন। তবে বোল্যান্ড পার্কের পার্ল ক্রিকেট মাঠ নিয়ে বেশ ভাবতে হচ্ছে মাশরাফিদের। মাঠের যা চিত্র, তাতে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে প্রশ্নই উঠে যাচ্ছে পার্ল ক্রিকেট গ্রাউন্ডের। দেখা যাক তারপরও সেখানেই যদি মাশরাফিদের জীর্ন দশাটা কাটে।



This post has been seen 293 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১