অলিম্পিক মার্শেইর বিপক্ষে ম্যাচে নেইমারের লাল কার্ড

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭

অলিম্পিক মার্শেইর বিপক্ষে ম্যাচে নেইমারের লাল কার্ড

নিউ সিলেট ডেস্ক : লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইর বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে পিএসজি। ফরাসি ফেভারিটদের ড্রয়ের রাতে লাল কার্ড খেলেন নেইমার। এদিন মার্শেইর মাঠ স্তাদে ভেলোড্রমে পিএসজির হয়ে প্রথমার্ধে গোল করেন নেইমার। আর এডিনসন কাভানির গোলে হার এড়ায় পিএসজি। তবে দ্বিতীয়ার্ধে নেইমার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। ১৬ মিনিটে ব্রাজিলিয়ান লুইস গুস্তাভোর গোলে এগিয়ে যায় মার্শেই। কিন্তু ৩৩ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৮তম মিনিটে ক্লিনটন এনজির ক্রসে পা ছুঁইয়ে স্বাগতিকদের ফের এগিয়ে দেন ফরাসি উইঙ্গার ফ্লোরিও থাওভিন। ১০ মিনিট পর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার।
যোগ করা সময়ে উরুগুইয়ান তারকা কাভানির জোরালো ফ্রি-কিকে স্কোরলাইন ২-২ করে পিএসজি। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ায় ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। এই ড্রয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোনাকো। পঞ্চম স্থানে থাকা মার্শেইয়ের অর্জন ১৮ পয়েন্ট।



This post has been seen 247 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১