ঘরের মাঠে এইবাররের বিরুদ্ধে রিয়ালের বড় জয়

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭

ঘরের মাঠে এইবাররের বিরুদ্ধে রিয়ালের বড় জয়

নিউ সিলেট ডেস্ক : ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পেল রিয়াল মাদ্রিদ। গেল রাতে লা লিগায় এইবারকে ৩-০ গোলে পরাজিত করেছে গতবারের চ্যাম্পিয়নরা। এদিন আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। শেষ দিকে জয়সূচক গোলটি করেন মার্সেলো। ঘরের মাঠে প্রথম তিন ম্যাচ জয়শূন্য থাকার পর টানা দুই ম্যাচ জিতল রিয়াল। ১৮তম মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার পাউলো অলিভেইরা হেডে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসেনসিও। ইসকোর ক্রসে হাফ ভল্যি থেকে গোলটি করেন তিনি। ৮২তম মিনিটে দারুণ এক গোলে সব অনিশ্চয়তার ইতি টানেন মার্সেলো। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। এই জয়ের পর ৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট লুফে নিল রিয়াল। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ২১।



This post has been seen 272 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১