বেনজেমাকে নিয়ে জমজমাট জিদান-লিনেকার যুদ্ধ!

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭

বেনজেমাকে নিয়ে জমজমাট জিদান-লিনেকার যুদ্ধ!

নিউ সিলেট ডেস্ক : করিম বেনজেমাকে নিয়ে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকার ও ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের বাগযুদ্ধটা দারুণ জমে উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একে অন্যকে খুঁচিয়েই যাচ্ছেন তারা। বেনজেমার সমালোচনা অনাকাঙ্খিত এই কাদা ছুড়িছুড়ির শুরুটা করেছিলেন বার্সেলোনার সাবেক ইংলিশ ফুটবলার লিনেকার। বেনজেমার হয়ে বার্সেলোনার সাবেক তারকাকে জবাবটা দ্রুতই দিয়ে দেন জিদান। রিয়াল কোচ ধুয়ে দেন লিনেকারকে। সাবেক ইংলিশ ফুটবলারও পাল্টা তীরটা ছুড়লেন দ্রুতই। আর এবার শুধু বেনজেমাকে নয়, লিনেকার খোঁচাটা মেরেছেন বেনজেমা-জিদান দুজনকেই!
জিদান ও বেনজেমাকে বিদ্রুপ করে রোববার রাতে লিনেকারের টুইট, হ্যারি কেন আবারও গোল করেছে। আমি কৃতজ্ঞ যে জিদান বেনজেমাকেই সেরা ভেবেছে। সে জন্য তারা হ্যারি কেনকে নেওয়ার আগ্রহ দেখায়নি। লিনেকার প্রথম তোপটা দাগান গত মঙ্গলবার। সেদিন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইংলিশ ক্লাব টটেনহামের বিপক্ষে গোলশূন্য ড্র হতাশায় পুড়তে হয় রিয়াল মাদ্রিদকে। ম্যাচে একাদিক সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ বেনজেমা। ম্যাচের পরপরই বেনজেমার সমালোচনা করে লিনেকার টুইট করেন, বেনজেমাকে আসলে বেশী মূল্যায়ন করা হচ্ছে। ইঙ্গিতে বুঝিয়ে দেন, বেনজেমা আসলে সাধারণ মানের একজন স্ট্রাইকার। রিয়ালের মতো ক্লাবে খেলার যোগ্যতাই তার নাই! বেনজেমা জিদানের স্বদেশীই শুধু নয়, তার দলের খেলোয়াড়ও। স্বাভাবিকভাবেই বেনজেমাকে নিয়ে লিনেকারের এই সমালোচনাটা ভালো লাগেনি জিদানের। কারণ বেনজেমা শুধু জিদানের স্বদেশীই নন, তার দলের খেলোয়াড়ও। রিয়াল কোচ তাই পাল্টা তীর ছুঁড়েন লিনেকারের দিকে। বলেন লিনেকার অহেতুক পরচর্চা করছেন। বেনজেমা সাধারণ মানের, লিনেকারের এই দাবিকে উড়িয়ে দিয়ে জিদান জানিয়ে দেন বেনজোমই বিশ্বের সেরা ৯ নম্বর! বেনজেমার প্রতি তার আস্থা আছে। রিয়াল কোচের কাছ থেকে এমন জবাব পাওয়ার পর থেকেই মনে হয় তূণে শান দেওয়া শুরু করেছিলেন লিনেকার! অপেক্ষা করছিলেন পাল্টা তীর ছোঁড়ার মোক্ষম সময়ের জন্য। সাবেক ইংলিশ ফুটবল সেই মোক্ষম সময়টা পেয়ে যান রোববার রাতেই। রিয়ালের হয়ে আরও একটি ম্যাচে গোল পাননি বেনজেমা। ওদিকে রোববার রাতে টটেনহামের হয়ে নাম্বার ৯ হ্যারি কেন করেছেন জোড়া গোল। ব্যস, সুযোগ পেয়েই ঘা মেরে বসেন বেনজেমা-জিদানকে। বেনজেমাকে নিয়ে বর্তমানে বিবিসি স্পোর্টসের ফুটবল বিশেষজ্ঞ লিনেকার ও জিদানের এই কাদা ছুড়িছুড়ির মাহাত্ম্য জানতে হলে তাকাতে হবে পেছনে। মৌসুমের শুরুর দিকেই টটেনহামের তরুণ ইংলিশ ফরোয়ার্ড হ্যারিকেনকে দলে টানার আগ্রহ দেখিয়েছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তি নো পেরেজ। কিন্তু কোচ জিদান বারণ করেন তাকে। জিদান পেরেজকে স্পষ্টই জানিয়ে দেন বেনজেমার প্রতিই আস্থা আছে তার। পেরেজও তাই হ্যারি কেনকে কেনার আগ্রহ থেকে সরে আসে। কিন্তু নতুন মৌসুমে কোচ জিদানের আস্থার প্রতিদান দিতে পারছেন না বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড গোলই করতে পারছেন না। নষ্ট করছেন সহজ সহজ সব সুযোগ। ওদিকে টটেনহামের হয়ে হ্যারি কেন যেন গোল বন্যায় ভাসছে। রোববার রাতেও ইংলিশ তরুণ করেছেন জোড়া গোল। আর তারপরই জিদানকে লক্ষ্য করে লিনেকারের পাল্টা তীর ছোঁড়া। জিদানের পক্ষ থেকেও নিশ্চয় জবাব আসবে দ্রুতই।



This post has been seen 310 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১