রক্তাক্ত ছবি দিয়ে বিশ্বকাপে মেসিকে হামলার হুমকি

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৭

রক্তাক্ত ছবি দিয়ে বিশ্বকাপে মেসিকে হামলার হুমকি

নিউ সিলেট ডেস্ক : আগামী ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই হুমকি দিয়েছে ইসলামি জঙ্গি সংগঠন আইএস। ২০১৮ সালের গ্রীষ্মে রাশিয়া অনুষ্ঠিত হতে যাওয়া এ বিশ্বকাপকে বানচাল করতেই হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী সংগঠনটি। মঙ্গলবার আইএস মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন লিওনেল মেসির ছবি ও হুমকি সম্বলিত একটি পোস্টার প্রকাশ করে। পরে তা প্রকাশ করে থিঙ্ক ট্যাঙ্ক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে কাজ করে।
ছবিতে দেখা যায়, কারাগারে বন্দি আছেন আর্জেন্টাইন খুদেরাজ মেসি। তার বাম চোখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। এর ক্যাপশনে আরবি ও ইংরেজিতে লেখা, তোমরা এমন এক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছ, যাদের অভিধানে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের এমনই এক গা শিউরে উঠা ছবি ছড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপ ফুটবল আসরে হামলার হুমকি দিয়েছে আইএস। সদ্যই তা নিয়ে ডেইলি মিরর, দ্য সান ও ওয়াশিংটন পোস্টসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে মেসির রক্তাক্ত ছাড়াও এরই মধ্যে আইএসের দেয়া একাধিক ভয়াবহ ছবি ছড়িয়ে সন্ত্রাসী হামলার হুমকি তুলে ধরা হয়েছে।



This post has been seen 221 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১