রাতে প্রথম টি-টুয়েন্টি খেলতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭

রাতে প্রথম টি-টুয়েন্টি খেলতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

নিউ সিলেট ডেস্ক :  দক্ষিণ আফ্রিকা টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশকে। পারফরম্যান্সে যোজন যোজন ব্যবধান থাকলেও বৃহস্পতিবার প্রথম টি-টুয়েন্টির আগে একটি দিক দিয়ে এই দুই দলের মধ্যে রয়েছে ভীষণ মিল। ম্যাচটি তারা খেলতে নামছে দুজন নতুন অধিনায়কের নেতৃত্বে। বাংলাদেশের সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। দুজনই আগেও নেতৃত্ব দিয়েছেন দলকে। সাকিব তিন সংস্করণে হলেও ডুমিনি শুধু টি-টুয়েন্টিতে। কোন অধিনায়কের জন্য প্রত্যাবর্তনের ম্যাচটি স্মরনীয় হবে সেই উত্তর পাওয়া যাবে ব্লমফন্টেইনে বাংলাদেশ সময় রাত দশটায় দুই দল মুখোমুখি হলে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টাইগারদের অধিনায়ক ছিলেন। নিয়মিত অধিনায়ক মাশরাফির ইনজুরিতে পড়লে তার হাতে আসে এই দায়িত্ব। এবছরের এপ্রিল মাসে সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি টি-টুয়েন্টি থেকে অবসর নিলে সাকিবকে আবার অধিনায়কত্ব দেয়া হয়। ডুমিনি অবশ্য অধিনায়ক ছিলেন মাত্র তিনটি টি-টুয়েন্টি ম্যাচে। ২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের সিরিজে এই দায়িত্ব পালন করেন তিনি। তখন টি-টুয়েন্টির নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিকে বিশ্রাম দিয়ে ডুমিনিকে অধিনায়ক বানানো হয়। আর এবার সেই ডু প্লেসি ইনজুরিতে পড়ায় এই সিরিজে প্রোটিয়াদের অধিনায়ক ডুমিনি।
অধিনায়ক হিসেবে চারটি টি-টুয়েন্টি ম্যাচের একটিতেও দলকে জয় এনে দিতে পারেননি সাকিব। আর তিন টি-টুয়েন্টির দুটিতেই হেরেছেন ডুমিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত এই ফরম্যাটের ক্রিকেটে মুখোমুখি হয়েছে চারবার। একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে চোটে পড়েছেন বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়- তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। ফর্মে নেই অন্যরাও। ফলে দল সাজাতে হিমশিমই খেতে হয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি সুযোগ দিয়েছে কয়েকজন তরুণকেও। অভিষেক হয়েছে আইডেন মারকরাম, উইয়ান মালডারের। অলরাউন্ডার রবি ফ্রাইলিংকের অভিষেক হয়ে যেতে পারে টি-টুয়েন্টি সিরিজে। ইমরান তাহির, কাগিসো রাবাদা বিশ্রাম পেয়েছেন এই সিরিজ থেকে। টেস্ট ও ওয়ানডে দলে পরিবর্তন আনার পরও জয়ের ধারা অব্যাহত রেখেছিল দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য নিয়ে টি-টুয়েন্টি সিরিজেও খেলতে নামছে তারা।
টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর, পচেফস্ট্রমে।
দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি দল : জেপি ডুমিনি, (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বিউরান হেনরিক্স, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোসেহলি, ড্যান পিটারসন, অ্যারন ফাঙ্গিসো, আন্দিলে ফেহলাকোয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, তাবরেইজ শামসি।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল হোসেন, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।



This post has been seen 447 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১