বিলবাওকে ২-০ গোলে হারালো মেসির বার্সার

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৭

বিলবাওকে ২-০ গোলে হারালো মেসির বার্সার

নিউ সিলেট ডেস্ক : জয়ের ধারা অব্যহত রেখেছে বার্সেলোনা। গেল রাতে লা লিগায় লিওনেল মেসি ও পাওলিনহোর গোলে অ্যাটলেটিকো বিলবাওকে ২-০ গোলে পরাজিত করেছে কাতালানরা। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ও মোট নবম জয় পেল ভালভার্দের দল। শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে বার্সা। ৩৬তম মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। বাঁ দিকে জর্দি আলবাকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। বাইলাইন থেকে স্প্যানিশ ডিফেন্ডারের কাটব্যাক পেয়ে দারুণ শটে প্রতিপক্ষের জালে বল পাঠান মেসি। চলমান লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসির এটা ১২তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৫টি ঝুলিতে পুরলেন কিং লিও। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন পাওলিনহো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান। মেসির পাস থেকে শট নেন সুয়ারেজ। কিন্তু সুয়ারেজের নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বল ফাঁকায় পেয়ে সহজেই গোল করেন পাওলিনহো। এই জয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভালেন্সিয়া। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের অর্জন ২০ পয়েন্ট। অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ২০। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে অ্যাটলেটিকো।



This post has been seen 280 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১