সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে ইসলামিক স্টেটের (আইএস) হুমকি অব্যাহত রয়েছে। ফুটবলের এই বিশ্ব আসর সামনে রেখে আইএস হুমকি দিয়ে যেসব পোস্টার ব্যবহার করছে সেখানে কিছুদিন আগে ব্যবহার করা হয়েছিল লিওনেল মেসির ছবি। আর্জেন্টিনার ফুটবল সুপারস্টারের রক্তার ছবি ব্যবহার করে হুমকি দিয়েছিল আইএস। এবার সেই হুমকি পোস্টারে স্থান পেয়েছে বিশ্বসেরা আরও দুই ফুটবলারের ছবি। তারা হলেন-রোনালদো ও নেইমার। নেইমার ও রোনালদোর ছবি ব্যবহার করে আরও বড় আকারে হুমকি দিল পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে যাওয়া সংগঠনটি। আন্তর্জাতিক জঙ্গিবাদ মনিটরিং করা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ সবার নজরে এনেছে পোস্টারগুলো।
মেসির সেই রক্তাক্ত ছবি ব্যবহার করার পর আইএস’র আরও একটি পোস্টারে মেসির সঙ্গে দেখানো হয় নেইমারকেও। সেখানে লেখা ছিল, ‘তোমরা নিরাপত্তা পাবে না, যত দিন আমরা মুসলিম দেশগুলোতে তা উপভোগ করতে পারব।
ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম-এর ছবিও ব্যবহার করা হয়েছে একটি পোস্টারে। সেখানে লেখা, ‘দিদিয়ের দেশম আল্লাহর শত্রু।
মেসি ও ব্রাজিলিয়ান তারকা নেইমারকে আইএস’র পোস্টারে দেখে ফুটবলবিশ্ব যখন আতঙ্কিত, ঠিক তখনই রোনালদোকে নিয়ে নতুন এক পোস্টার প্রকাশ করল তারা। সেখানে দেখা যাচ্ছে পর্তুগিজ অধিনায়কের চোখের নিচে আঘাতের চিহ্ন, তার পেছনে দাঁড়িয়ে অস্ত্রধারী এক জঙ্গি। সেখানে লেখা, ‘আমরা যা বলি সেটা শোনা যায় না দেখতে হয়। অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় আছি!
ফুটবল নিয়ে আইএসের বিতৃষ্ণা দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। গত বছর ইরাকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের একটি ক্লাবে হামলা চালিয়েছিল আইএস। দুই হামলায় ২৮ ফুটবল সমর্থককে হত্যা করেছিল তারা। এই সংগঠনের নিয়ন্ত্রণাধীন অবস্থায় মসুল শহরে ফুটবল খেলা ছিল আতঙ্কের অন্য নাম। কিছুদিন আগে বরুসিয়া ডর্টমুন্ডের বাসেও বোমা হামলা হয়েছে। এই মুহূর্তে রাশিয়া বিশ্বকাপ নিয়েও আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি