ডায়নামাইটস ও সিক্সার্স এর খেলার মাধ্যমে যাত্রা শুরু বিপিএলের

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

ডায়নামাইটস ও সিক্সার্স এর খেলার মাধ্যমে যাত্রা শুরু বিপিএলের

নিউ সিলেট ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স খেলার মাধ্যমে পর্দা উঠেছে আজ শনিবার। তবে এই প্রথম ঢাকার বাইরে বিপিএল এর আসরের পর্দা উঠল। পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচটি দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে সিলেট সিক্সার্স। আর ব্যটিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স সন্ধ্যা ৭টায় লড়বে রাজশাহী কিংসের বিপক্ষে। ম্যাচ দুটি দেখা যাবে গাজী টিভি ও মাছরাঙ্গা টেলিভিশনে। বিপিএল এবার অভিষেক নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আসন সংখ্যা ১৮ হাজার। কিন্তু টিকিট প্রত্যাশীদের সংখ্যা কয়েকগুণ বেশি। যে কারণে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। ঢাকার নেতৃত্ব দিচ্ছেন আইকন খেলোয়াড় অলরাউন্ডার সাকিব আল হাসান। সিলেটের অধিনায়ক হিসেবে রয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান। সিলেট নিজেদের ঘরের মাঠে খেললেও শক্তির বিবেচনায় এগিয়ে ঢাকা। তবুও কোনো ছাড় দিতে নারাজ সিক্সার্স। দুই বারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস। বিদেশি কোটায় কুমার সাঙ্গাকারা, সুনীল নারাইন, শহীদ আফ্রিদীদের দলে ভিড়িয়েছে তারা। আর মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফের মতো তরুণ তারকারা তো আছেনই। অন্যদিকে বিদেশি তারকাদের মধ্যে বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, লিয়াম প্লাঙ্কেটরা রয়েছেন। তাছাড়া নাসির হোসেন, তাইজুল ইসলামদের নিয়ে দল সাজিয়েছে সিলেট। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় ড্যারেন স্যামির রাজশাহী কিংসের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।
ঢাকা ডায়নামাইটস
দেশি: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম অমি, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুর হোসেন সাদ্দাম।
বিদেশি: কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভন কুপার, সুনীল নারাইন, গ্রায়েম ক্রেমার, রেন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি ও আকিল হোসেন।
সিলেট সিক্সার্স
দেশি: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বী, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন ও মোহাম্মদ শরীফুল্লাহ।
বিদেশি: বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, দাসুন শানাকা, ওয়েনিদু হাসারাঙ্গা, লিয়াম প্লাঙ্কেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, ক্রিসমার সান্টোকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভিড জ্যাকবস, চতুরাঙ্গা ডি সিলভা ও গুলাম মুদাসসর খান।
একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।



This post has been seen 314 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১