সন্ধ্যায় সিলেট সিক্সার্সের মুখোমুখি রাজশাহী কিংস

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৭

সন্ধ্যায় সিলেট সিক্সার্সের মুখোমুখি রাজশাহী কিংস

নিউ সিলেট ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে আজ দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় সৌম্য সরকার। দলটির অধিনায়কত্ব করবেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। দলটিতে আরও খেলবেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায়, সিকান্দার রাজা, লুকে রঞ্চি সহ দেশি-বিদেশি আরও অনেক তারকা ক্রিকেটার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যে একটি ম্যাচ খেলেছে। গত রবিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচটিতে চার উইকেটে হেরেছিল তারা। ২০১৫ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু গত আসরে তারা লিগ পর্ব থেকেই বিদায় নেয়।
অন্যদিকে, সিলেট সিক্সার্স এবার নতুন দল হিসাবে দুর্দান্ত সূচনা করেছে। নিজেদের প্রথম দুই ম্যাচেই তারা জয় পেয়েছে। উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও পরবর্তী দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পায় নাসির হোসেনের দল।
গত আসরে ফাইনাল খেলা দল রাজশাহী কিংস এবার নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। গত শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্সের কাছে ছয় উইকেটে হেরে যায় ড্যারেন স্যামি-মুশফিকুর রহিমের দল রাজশাহী কিংস।



This post has been seen 318 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১