সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : অবসরে গেলেন ইতালির ফুটবল কিংবদন্তি আন্দ্রে পিরলো। ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলে ফেললেন তিনি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব নিউ ইয়র্ক সিটির হয়ে ম্যাচ খেলার মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আন্দ্রো।
এমএলএসের প্লে-অফে নিউ ইয়র্ক সিটি হারার পর অবসরের ঘোষণা দেন পিরলো।
তিনি বলেন, এটি আমার শেষ ম্যাচ। এ দিয়ে নিউ ইয়র্ক সিটি ক্লাবে আমার সময় শেষ হলো। এ শহরের সবাই আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। যা সত্যিই অবিশ্বাস্য। এর মাধ্যমে একজন ফুটবলার হিসেবেও আমার রোমাঞ্চকর পথচলা শেষ হলো। আমার সুসময়ে, দুঃসময়ে পাশে থেকে সমর্থন ও সাহস যোগানোর জন্য পরিবার, আত্মীয়-স্বজন, ভক্ত-সমর্থকদের অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই, আমার দেশের ফুটবল ও ক্যারিয়ারে খেলা ক্লাব কর্তা-সতীর্থদের। আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতালির হয়ে ১১৬ ম্যাচ খেলেন পিরলো। ২০০৬ সালে দেশকে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি জেতাতে রাখেন অসামান্য অবদান। তিনি ক্যারিয়ার শুরু করেন ব্রেসিয়ায় (১৯৯৫-১৯৯৮)। বর্ণিল ও বর্ণাঢ্য ক্যারিয়ারে খেলেছেন ইন্টার মিলান (১৯৯৮-২০০১), এসি মিলান (২০০১-২০১১), জুভেন্টাস (২০১১-২০১৫) ও নিউ ইয়র্ক সিটির (২০১৫-২০১৭) হয়ে।
৩৮ বছর বয়সী পিরলোকে তার সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। গোল করার চেয়ে সতীর্থদের দিয়ে তা করাতেই বেশি পছন্দ করতেন তিনি। তার সুনিপুন পাস ও বিষাক্ত ফ্রি-কিকে স্বপ্নভঙ্গ হয়েছে স্বপ্নবাজ প্রতিপক্ষের। উত্থান-পতন, চড়াই-উতরাইয়ের ক্যারিয়ারে মোট ৮৭২টি ম্যাচ খেলেছেন পিরলো। মাঝমাঠের এ কারিগরের ঝুলিতে রয়েছে ১টি বিশ্বকাপ শিরোপা, ৬টি ইতালিয়ান সিরি’আ লিগ শিরোপা, ২টি কোপা ইতালিয়ার শিরোপা ও ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি