দুর্দান্ত লড়াই করেও সিলেটের হার

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭

দুর্দান্ত লড়াই করেও সিলেটের হার

নিউ সিলেট ডেস্ক : শেষ ওভারে জয়ের জন্য সিলেট সিক্সার্সের প্রয়োজন ছিল ১৯ রান। ব্যাট করছিলেন টিম ব্রেসনান। ৪৯ রান নিয়ে অন্যপ্রান্তে ছিলেন সিলেট অধিনায়ক নাসির হোসেন। হাতে ছয় উইকেট। তবুও রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটি জিততে পারল না তারা। সোমবার বিপিএলের দিনের দ্বিতীয় খেলায় শেষ ওভারে ৭ রানের হারটি একটি ট্র্যাজিক অধ্যায়ই হয়ে থাকল নাসির ও সাব্বির রহমানের জন্য। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭০ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে তাদের দুর্দান্ত লড়াইয়ের কোন মূল্যই থাকল না এই হারে। ২৫ রানে প্রথম ৩ উইকেট হারানো সিলেট এভাবে ম্যাচে ফিরে আসবে কেউ হয়ত ভাবতেও পারেনি। চতুর্থ উইকেটে নাসিরকে নিয়ে ১১৭ রানের জুটি গড়েন সাব্বির। মনে হচ্ছিল বিপিএলে ২০১৫ সালের চতুর্থ উইকেট জুটিতে মারলন স্যামুয়েলস ও মাশরাফি মুর্তজার অপরাজিত ১২৩ রানের রেকর্ডটি ভেঙে দেবেন দুজনে মিলে। তা হতে দেননি থিসারা পেরেরা। দলীয় ১৪২ রানে তার সাব্বিরকে ফিরিয়ে দেয়াটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। বাকি ১৪ বলে ব্রেসনানকে নিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৮ রান করতে পারেননি নাসির।
অথচ সাব্বির যখন ব্যাট করছিলেন জয়টাকে সিলেটের হাতের মুঠোতেই মনে হচ্ছিল। আগের ম্যাচে রাজশাহীর বিপক্ষে তার ৪১ রানের ইনিংসে ছিল ফর্মে ফেরার ইঙ্গিত। সোমবার রংপুরের বিপক্ষে খেললেন ৪৯ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। ৭ চার ও ২ ছয়ে সাজানো এই ইনিংসেই জয়ের স্বপ্ন দেখেছিল সিলেট। কিন্তু বিপিএলে চতুর্থ হারে সেই স্বপ্ন পূরণ হলো না আর। পুরোটা ইনিংসে সাব্বিরকে দারুণভাবে সঙ্গ দেয়া নাসির শেষ ওভারে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে দলকে জয় এনে দিতে না পারায় এই ইনিংসটি হয়ত মূল্যহীন হয়ে রইবে তার কাছে।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে রংপুর। দুই মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল ৮.৪ ওভারে ৮০ রানের ওপেনিং জুটি গড়েন। বিপিএলের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটসম্যান গেইল ৩৯ বলে ৫ ছক্কা ও দুই চারে ৫০ রান করেন। বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ১৬৯ রানই সংগ্রহ করতে পারে মাশরাফির দল। সিলেটের পেসার আবুল হাসান ২৪ রান খরচায় নেন দুই উইকেট। গেইলের স্বভাবসুলভ ৫০ রানের ইনিংসটির গুরুত্ব হারাতে বসেছিল সাব্বিরের ৭০ রানের কাছে। তবে দল জেতায় ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন গেইলই। এই জয়ে পাঁচ ম্যাচে চার পয়েন্ট হলো রংপুরের। আর ৮ ম্যাচে ৭ পয়েন্ট সিলেটের।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স : ১৬৯/৬ (২০ ওভার) (ম্যাককালাম ৩৩, গেইল ৫০, মিঠুন ২৫, নাফিস ৮, পেরেরা ১৫, বোপারা ২৮, জিয়া ১*, মাশরাফি ৩, গাজী ০*; নাসির ১/২৭, শুভাগত ০/১২, গুনাথিলাকা ০/২৪, ব্রেসনান ১/২৩, প্লানকেট ১/৪৯, হাসান ২/২৪, তাইজুল ০/৮)।
সিলেট সিক্সার্স : ১৬২/৪ (২০ ওভার) (গুনাথিলাকা ৮, ফ্লেচার ১২, বাবর ২, নাসির ৫০*, সাব্বির ৭০, ব্রেসনান ১২*; মাশরাফি ১/১৮, গাজী ১/৬, রুবেল ১/৩০, জহির ০/২৯, বোপারা ০/২১, পেরেরা ১/৪৩, জিয়া ০/১০)।
ফলাফল : রংপুর রাইডার্স ৭ রানে জয়ী।
ম্যাচসেরা : ক্রিস গেইল।



This post has been seen 338 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১