সরে দাঁড়ালেন ভুবনেশ্বর

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৭

সরে দাঁড়ালেন ভুবনেশ্বর

নিউ সিলেট ডেস্ক :  ইডেন টেস্টে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটিতে সফরকারীদের সব উইকেটই লুফে নেন পেসাররা (১৭টি)। ভুবনেশ্বর কুমার নিয়েছেন ৮ উইকেটে। দুই ইনিংসে ৪টি করে। তাতে শেষ দিনে রোমাঞ্চ জাগিয়ে ড্র হওয়া ম্যাচে নায়ক ভুবনেশ্বর। তবে সিরিজের বাকী দুই টেস্টে দেখা যাবে না তাকে। বিয়ে করতে যাচ্ছেন, তাই টেস্ট সিরিজ থেকে নিয়েজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় পেসার।
মাত্র দুদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন ভুবনেশ্বর। ২৭ বছর বয়সী বৃহস্পতিবার নতুন জীবন শুরু করবেন। তাই নিজেকে সরিয়ে নিয়েছেন বাকী দুই টেস্ট থেকে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই। এদিকে ভুবনেশ্বরের সঙ্গে দ্বিতীয় টেস্টে থাকবেন না শিখর ধাওয়ানও। তার কারণও ব্যাক্তিগত। তবে তৃতীয় টেস্টেই ফিরবেন ধাওয়ান।
এদিকে ভুবনেশ্বরের বিকল্প হিসেব ভারতীয় দলে ঢাক পেয়েছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ পারফর্ম করেছেন তিনি। মিডল অর্ডারে তার ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেস বোলিংটাও দারুণ কার্যকর। এদিকে শিখর ধাওয়ানের জায়গায় দলে ঢুকেছেন মুরালি বিজয়।



This post has been seen 269 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১