সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : অ্যাশেজের প্রথম টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ১৭০ রানের লক্ষ্য মাত্রা ছিল অস্ট্রেলিয়ার সামনে। ব্রিজবেনে রোববার চতুর্থ দিনের খেলা শেষেই জয়ের খুব কাছে অবস্থান করছিল স্টিভেন স্মিথের দল। কোনো উইকেটে না হারিয়েই তুলে নিয়েছিল ১১৪ রান। সোমবার তাই অপেক্ষা ছিল ইংল্যান্ডের হারটা আসলে কতো ব্যবধানে হয়। যে ১৬ ওভার খেলা হলো, তাতে ইংলিশ বোলাররা স্বাগতিকদের কোন উইকেট ফেলতে পারলেন না। ফলে অ্যাশেজের প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে নিল অস্ট্রেলিয়া।
এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৩০২ রান করে ইংল্যান্ড। বিপরিতে অধিনায়ক স্মিথের অপরাজিত ১৪১ রানে ৩২৮ রান করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২৬ রানের লিড পায় তারা। অজি বোলারদের বোলিং তোপে ইংলিশরা তাদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৯৫ রানে। ফলে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের কোন রকম হুমকি হতে দেননি ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। আগের দিন দুইজন মিলে ১১৪ রান তুলে নিয়েই কাজটা সহজ করে দিয়েছিলেন। ওয়ার্নার ৬০ ও ব্যানক্রফট ৫১ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত দুজন অবিচ্ছিন্ন থেকে শেষ করে দিয়েছেন খেলা। ওয়ার্নার ৮৭ ও ব্যানক্রফট ৮২ রানে অপরাজিত থেকে যান। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার পুরস্কার হাতে উঠেছে স্মিথের।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড ১ম ইনিংস : ৩০২ (১১৬.৪ ওভার) (কুক ২, স্টোনম্যান ৫৩, ভিন্স ৮৩, রুট ১৫, মালান ৫৬, মঈন ৩৮, বেয়ারেস্টো ৯, ওকস ০, ব্রড ২০, বল ১৪, অ্যান্ডারসন ৫*; স্টার্ক ৩/৭৭, হ্যাজলউড ১/৫৭, কামিন্স ৩/৮৫, লায়ন ২/৭৮)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩২৮ (১৩০.৩ ওভার) (ব্যানক্রফট ৫, ওয়ার্নার ২৬, খাজা ১১, স্মিথ ১৪১*, হ্যান্ডসকম্ব ১৪, মার্শ ৫১, পেইন ১৩, স্টার্ক ৬, কামিন্স ৪২, হ্যাজলউড ৬, লায়ন ৯; অ্যান্ডারসন ২/৫০, ব্রড ৩/৪৯, মঈন ২/৭৪, ওকস ১/৬৭, বল ১/৭৭, রুট ১/১০)।
ইংল্যান্ড ২য় ইনিংস : ১৯৫ (৭১.৪ ওভার) (কুক ৭, স্টোনম্যান ২৭, ভিন্স ২, রুট ৫১, মালান ৪, মঈন ৪০, বেয়ারেস্টো ৪২, ওকস ১৭, ব্রড ২, বল ১, অ্যান্ডারসন ০*; স্টার্ক ৩/৫১, হ্যাজলউড ৩/৪৬, কামিন্স ১/২৩, লায়ন ৩/৬৭, স্মিথ ০/৮)।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ১৭৩/০ (৫০ ওভার) (ব্যানক্রফট ৮২*, ওয়ার্নার ৮৭*; অ্যান্ডারসন ০/২৭, ব্রড ০/২০, মঈন ০/২৩, ওকস ০/৪৬, বল ০/৩৮, রুট ০/১৭)।
ফল : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : স্টিভেন স্মিথ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি