রোনালদোর জায়গা রিয়ালে যাচ্ছেন নেইমার!

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭

রোনালদোর জায়গা রিয়ালে যাচ্ছেন নেইমার!

নিউ সিলেট ডেস্ক :  বিশ্বকাপ ড্র উত্তেজনার দিনটিতেই এক বোমা ফাটিয়েছে ডন ব্যালন। স্পেনের সাপ্তাহিক ক্রীড়া সাময়িকীর দাবি, নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে যে গুঞ্জন ছড়িয়ে তা সত্য। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে পাকা কথা দিয়ে ফেলেছেন নেইমার। তবে গুঞ্জন মতো আগামী মৌসুমেই নয়। ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গা নিতে নেইমার পিএসজি ছেড়ে রিয়ালে পাড়ি জমাবেন ২০১৯ সালে।
ডন ব্যালনের এই খবরের অর্থ, রোনালদোও রিয়ালে ছেড়ে যাবেন। তবে রিয়াল ছেড়ে পর্তুগিজ সুপার স্টার কোথায় যাবেন, সেই তথ্য জানাতে পারেনি ডন ব্যালন। সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে অহংবোধের লড়াই এবং কোচ উনাই আমরির সঙ্গে সম্পর্কটা তিক্ত হয়ে উঠায় পিএসজি থেকে নেইমারের মনটা বিষিয়ে উঠেছে বলেই খবর। এই খবরের সূত্র ধরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে পিএসজি ছেড়ে নেইমারের রিয়ালে পাড়ি জমানোর গুঞ্জন। দিনে দিনে সেই গুঞ্জন ক্রমেই দানা বাঁধছে। যদিও দিন দুই আগে নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ৫-৬ বছরের মধ্যে নেইমারের রিয়ালে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তার কথা বাশি না হতেই এই বোমা ফাটাল ডন ব্যালন।
গত মাসে এক সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনালদো স্পষ্টই জানিয়ে দেন, রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি তিনি করবেন না। তার এই কথা নেইমারের রিয়ালে যাওয়ার গুঞ্জনে আরও ঘি ঢালে। অনেকেই রিয়ালে রোনালদোর জায়গায় নেইমারকেই দেখছেন। এমনকি সেই দলে আছেন লিওনেল মেসিও। রোনালদো চলে গেলে রিয়াল স্বাভাবিকভাবেই একজন ‘সেরা’ খেলোয়াড়কে দলে টানতে চাইবে, সেটা অনুমিতই। আর প্রতিভা-সামর্থ-দক্ষতায় এই মুহূর্তে রোনালদো-মেসির বাইরে ‘সেরা’ তো নেইমারই। ব্রাজিলিয়ান এই তারকার প্রতি রিয়ালের দৃষ্টি সেই ছোটবেলা থেকেই। ২০১৩ সালে চুক্তির দ্বারপ্রান্তেও পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নেইমার যোগ দেন বার্সেলোনায়।
আগামীতে তাই নেইমারকে দলে টানার আকাঙ্খাটা মিটিয়ে ফেলতে চাইছে রিয়াল। ডন ব্যালন জানিয়েছে, রিয়াল চাইলে নেইমারকে দলে ভেড়াতে পারে আগামী মৌসুমেই। কিন্তু এই মৌসুমেই বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছে পিএসজি। মাত্র এক মৌসুম পরই যে তাকে পিএসজি বিক্রি করতে চাইবে না, সেটা অনুমিতই। রিয়ালও পিএসজির সঙ্গে সম্পর্কটায় ফাটল ধরাতে চাইছে না। ভবিষ্যতের দরজা খোলা রাখা এবং সুসম্পর্ক বজায় রাখতেই রিয়াল সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালে নেইমারের সঙ্গে চুক্তি করার! মানে নেইমারকে অন্তত দুটি মৌসুমে খেলাতে পারছে পিএসজি। রিয়াল সভাপতি পেরেজের বিশ্বাস, দুই মৌসুম পর পিএসজিও নেইমারকে ছাড়তে সহজেই রাজি হবে!



This post has been seen 400 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১