সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : এবারের ব্যালন ডি’অর কার মেসি’র না রোনালদোর? এমন প্রশ্নের উত্তরের খোঁজে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তে দু’চোখ ছিল প্যারিসের আইফেল টাওয়ারে দিকে। শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন পর্তুগিজ তারকা ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।
বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের আইফেল টাওয়ারে এক অনুষ্ঠানে পুরস্কারজয়ী হিসেবে পর্তুগিজ অধিনায়কের নাম ঘোষণা করে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। নতুন মৌসুমে রোনালদোর চেয়ে গোল ব্যবধানে বেশ এগিয়ে ছিলেন লিওনেল মেসি। তবে চলতি বছরে রোনালদো ব্যক্তিগত দারুণ পারফরম্যান্স পাশাপাশি ক্লাব কাপে রিয়াল মাদ্রিদের হয়ে জিতিয়েছেন চারটি শিরোপা। যেকারণে চির প্রতিদ্বন্দ্বী মেসি চেয়ে এবার তার ব্যালন ডি’অর পুরস্কার জেতাটা ছিল অনেকটাই অনুমেয়। শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হলো। মাত্র দু’মাস আগে মেসিকে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নেয়া রোনালদো এবার ভাগ বসালে মেসির ব্যালন ডি’অর-এর চূড়ায়। এতোদিন একমাত্র মেসিই পাঁচবার ব্যালন ডি’অর অর্জনের গৌরব ছিল। এবার তারই সঙ্গী হলেন চির প্রতিদ্বন্দ্বী রোনালদো।
এরআগে রোনালদো ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬। আর মেসি ব্যালন ডি’অর জিতেছেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ সালে। গত বছর রোনালদো পর্তুগালকে প্রথমবারের মতো জিতিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও জিতেছেন উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি। এমন সাফল্যেরই স্বীকৃতি পেলেন সময়ের অন্যতম সেরা তারকা। চ্যাম্পিয়ন্স লীগের গত আসরে সর্বোচ্চ ১৬ গোল করা ছাড়াও চার গোলে সহায়তা করেন। এছাড়া লা লিগায় করেছেন মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ গোল ৩৫টি। গত বছর ক্লাবের হয়ে মোট ৪২ গোল ও দেশের হয়ে ১৩ গোল করেন রোনাল্ডো। সতীর্থদের দিয়ে করিয়েছিলেন পাঁচটি গোল। এ মৌসুমে এখন পর্যন্ত ১১টি গোল করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি