প্রিয় নয় ডেভিড ওয়ার্নার!

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭

প্রিয় নয় ডেভিড ওয়ার্নার!

নিউ সিলেট ডেস্ক : সময়ের অন্যতম সেরা ক্রিকেটার অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে ব্যাট করতেও পারেন এই বিধ্বংসী ওপেনার। তারপরও নিজের ৩ বছরের মেয়ে আইভি মে ওয়ার্নারের প্রিয় ক্রিকেটার হতে পারলেন না তিনি। সে জায়গা দখল করেছেন তারই সতীর্থ গতিতারকা মিচেল স্টার্ক। কারণ আইভি বাবার মত বিধ্বংসী ব্যাটসম্যান না হয়ে বল হাতে স্টার্কের মত গতির ঝড় তুলতে চায়। ব্যক্তিগত জীবনে দুই কন্যাসন্তানের বাবা ওয়ার্নার। বড়জন আইভি। ছোট ইনডি রে ওয়ার্নারের বয়স দুই বছর হবে সামনের জানুয়ারিতে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া দলের অন্যতম দুজন পারফরমার ওয়ার্নার ও স্টার্ক। চলতি অ্যাশেজেও দারুণ খেলছেন দুজনেই। ২ টেস্টে ৫৮ গড়ে ১৭৪ রান করেছেন ওয়ার্নার। আর স্টার্ক নিয়েছেন ১৪ উইকেট। তারপরও আইভির প্রিয় যে স্টার্ক তা জানিয়েছেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস, ও বাবাকে ভালবাসে। কিন্তু ওর প্রিয় ক্রিকেটার স্টার্কি (মিচেল স্টার্ক)। কারণ আইভি বোলার হতে চায়। মেয়ের প্রিয় ক্রিকেটার না হলে কি হবে, বাবা হিসেবে কম যান না ওয়ার্নার। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদদের মধ্যে সেরা বাবা ছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। আর জানুয়ারির ৫ তারিখে সিডনিতে শুরু হতে যাওয়া অ্যাশেজের শেষ ও ‘পিংক’ টেস্টে বাবাকে সমর্থন দিতে মাঠে থাকবে আইভি। মেয়ে ক্রিকেটপ্রেমী হয়েছে, ওয়ার্নারের এরচেয়ে বেশি আর কি লাগে!



This post has been seen 372 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১