শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সংগ্রহ ২৬০

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সংগ্রহ ২৬০

নিউ সিলেট ডেস্ক : ইন্দোরে শ্রীলঙ্কান বোলারদের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালালেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। দুইজনের এই অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে ভারত। টি-টোয়েন্টি ভারতের এটি দলীয় সেরা সংগগ্রহ। এর আগে তাদের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৪৪। আজ ৪৩ বল খেলে ১১৮ রান করেছেন রোহিত শর্মা। আর ৪৯ বল খেলে ৮৯ রান করেছেন লোকেশ রাহুল।
ইন্দোরে আজ অনুষ্ঠিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল ভারত। ফলে, আজ জিতলে তারা সিরিজ জিতে নিবে।
শুক্রবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে ভারত। ৩৫ বল খেলে সেঞ্চুরি করেন রোহিত শর্মা। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার। আজ মিলারের সেই রেকর্ডে ভাগ বসালেন রোহিত শর্মা।
ইনিংসের ১৩তম ওভারে দুশমান্থ চামিরার বলে আকিলা ধনঞ্জয়ার হাতে ক্যাচ হন রোহিত শর্মা। ৪৩ বল খেলে ১১৮ রান করেন তিনি। এই রান করার পথে তিনি ১২টি চার ও ১০টি ছক্কা হাঁকান। রোহিত শর্মা ও লোকেশ রাহুল ওপেনিং জুটিতে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন।
টি-টোয়েন্টিতে ভারতের হয়ে এটি সেরা ওপেনিং জুটি। আর বিশ্বের মধ্যে তৃতীয়। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭১ রানের অপরাজিত জুটি গড়েছিলেন মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এখন পর্যন্ত সেটিই সেরা জুটি।
ইনিংসের ১৯তম ওভারে লোকেশ রাহুল আউট হয়ে যান। ৪৯ বল খেলে ৮৯ রান করেন তিনি। এই রান করার পথে তিনি পাঁচটি চার ও আটটি ছক্কা হাঁকান। একই ওভারে হার্দিক পান্ডিয়াও আউট হয়ে যান। তিন বল খেলে দশ রান করেন তিনি।
২০তম ওভারে শ্রেয়াস আয়ার এলবিডব্লিউ হন। আর মহেন্দ্র সিং ধোনি বোল্ড হন। ২১ বল খেলে ২৮ রান করেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে থিসারা পেরেরা ২টি, নুয়ান প্রদ্বীপ ২টি ও দুশমান্থ চামিরা ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ইনিংস: ২৬০/৫ (২০ ওভার)
(রোহিত শর্মা ১১৮, লোকেশ রাহুল ৮৯, মহেন্দ্র সিং ধোনি ২৮, হার্দিক পান্ডিয়া ১০, শ্রেয়াস আয়ার ০, মনিশ পান্ডে ১*, দিনেশ কার্তিক ৫*; অ্যাঞ্জেলো ম্যাথুজ ০/১৬, দুশমান্থ চামিরা ১/৪৫, নুয়ান প্রদ্বীপ ২/৬১, আকিলা ধনঞ্জয়া ০/৪৯, থিসারা পেরেরা ২/৪৯, চতুরঙ্গ ডি সিলভা ০/১৬, আসেলা গুনারত্নে ০/২১)।



This post has been seen 329 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১