ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশাল জয় নিউজিল্যান্ডের

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭

ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশাল জয় নিউজিল্যান্ডের

নিউ সিলেট ডেস্ক : নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ক্যারিবিয়ানরা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ওয়ানডে সিরিজের শুরুটাও ছিল হার দিয়ে। শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হার দলটির। এদিন নিউজিল্যান্ডের করা ৩২৫ রান তাড়া করতে গিয়ে ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ের সামনে ২৮ ওভারে মাত্র ১২১ রানেই গুড়িয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২০৪ রানের বিশাল জয় কিউইদের। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ তে জিতে নিল স্বাগতিকরা।
ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ার্কার-নিকোলসদের ব্যাটে ভর করে ৬ উইকেটে ৩২৫ রানের পাহাড় সমান স্কোর দাঁড় করায় কিউইরা। উদ্বোধনী জুটিতে ৫০ রান করার পর নিজের ৩০ রানের মাথায় কটরেলের বলে জেসন মোহাম্মদের হাতে ক্যাচ দিয়ে ফেরত যান কলিন মুনরো। তৃতীয় ব্যাটসম্যান হিসাবে আসা নিল ব্রুমকে ৬ রানে ফেরত পাঠান কটরেল। তারপর আর ধারাবাহিক সাফল্য দেখাতে পারেনি উইন্ডিজের বোলাররা। ওয়র্কার ৫০ রানে আউট হলেও টেইলরের ৫৭, নিকোলসের অপরাজিত ৮৩ ও অ্যাস্টেলের ৪৯ রানের ওপর ভর করে ৩২৫ রানের বিশাল স্কোরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দলের কোন ব্যাটসম্যানই নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। নিউজিল্যান্ড দল না বলে বলা যায় ট্রেন্ট বোল্টের সামনেই কার্যত গুড়িয়ে যায় সফরকারীরা। বাঁহাতি এ মিডিয়াম পেসার ৩৪ রানে তুলে নেন ক্যারিয়ার সেরা ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩২৫/৬ (ওয়র্কার-৫৮, মুনরো-৩০, টেইলর-৫৭, নিকোলস-৮৩*, অ্যাস্টেল-৪৯; কটরেল-৩/৬২, হোল্ডার-২/৫২)
ওয়েস্ট ইন্ডিজ: ২৮ ওভারে ১২১/১০ (হোপ-২৩, জেসন মোহাম্মদ-১৮, নার্স ২৭; বোল্ট-৭/৩৪, ফার্গুসন-৩/১৭)
ফল: নিউজিল্যান্ড ২০১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ট্রেন্ট বোল্ট



This post has been seen 299 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১