সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র হওয়ার আগে থেকেই যেন ভক্ত-সমর্থকরা হুমড়ি খেয়ে পড়ার উপক্রম টিকিট কেনার জন্য। তবে ১ ডিসেম্বর ড্র হওয়ার পর যখন গ্রুপ পর্বের সূচি তৈরি হয়ে গিয়েছে, তখনই শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। ম্যাচ ধরে ধরে, টিকিট কেনার ধুম পড়েছে যেন বিশ্বব্যাপি ফুটবলপ্রেমীদের মধ্যে। ফিফা বিশ্বকাপের টিকিট ছেড়েছে ৫ ডিসেম্বর থেকে। টিকিটের জন্য সর্বপ্রথম তারা অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করতে শুরু করেছে। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন গ্রহণ। এর মধ্যে বিশ্বকাপের ৬৪ ম্যাচের টিকিট বিক্রি শুরু করা হয়। ৫ ডিসেম্বর ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যখন বিক্রি শুরু হয়, এরপর থেকে মাত্র ২ সপ্তাহেই ২৩ লাখ আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ফিফা।
এক বিবৃতিতে ফিফাই জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে তারা বলেছে, দ্বিতীয় ধাপে টিকিট কেনার জন্য মাত্র দুই সপ্তাহে ২৩ লাখ আবেদন জমা পড়েছে। এর মধ্যে রাশিয়ানরাই সবচেয়ে বেশি এগিয়ে। এরপর টিকিটের আবেদনকারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, মেক্সিকো, পেরু, ব্রাজিল, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, মিশর এবং চিন।
প্রথম ধাপে যেসব টিকিট বিক্রি হয়েছে এর মধ্যে সেগুলো ফিফার পক্ষ থেকে বিশেষ টিকিট, শুধুমাত্র রাশিয়ান নাগরিকদের জন্য। ৫ ডিসেম্বর ক্যাটাগরি-৪ নামে এই টিকিট বিক্রির প্রথম ধাপ শেষ হয়ে যায়। এরপরই শুরু হয় দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি। শুধু তাই নয়, প্রতিবন্ধীদের জন্যও আলাদাভাবে টিকিটের ব্যবস্থা করছে ফিফা। বিবৃতিতে সে তথ্য জানিয়ে তারা বলেছে, ‘প্রতিবন্ধী মানুষদের জন্য বিশেষ টিকিটের ব্যবস্থা করেছে ফিফা। ১২ স্টেডিয়ামে আসন থাকা সাপেক্ষে এবং টিকিটের আবেদনকারীর চলাচলের বিষয়টা বিবেচনায় রেখেই এই টিকিটগুলো বন্টন করা হবে।
আগেই ফিফা জানিয়েছে, প্রথম ধাপে প্রায় সাড়ে ৭ লাখ টিকিট বরাদ্ধ দিয়েছে ফিফা। দ্বিতীয় ধাপও দুটি পর্যায় রাখা হচ্ছে। প্রথম পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে অনলাইনের মাধ্যমে, ৩১ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের টিকিটি বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, সরাসরি। টিকিট বিক্রির কাউন্টারে। তখন ‘আগে আসলে আগে পাবেন- এমন নীতিতে টিকিট বিক্রি করা হবে। চলতে ৩ এপ্রিল পর্যন্ত।
৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে টিকিটের আবেদনকারীরকে ফিফা আগেই জানিয়ে দিয়েছে, আবেদন করলেই কিন্তু তাদের টিকিট নিশ্চিত নয়। ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এরপর ম্যাচ, ভেন্যু এবং টিকিট সংখ্যার ওপর নির্ভর করে বন্টন করা হবে। যদি টিকিটের চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হয়ে যায়, সে ক্ষেত্রে লটারী করা হবে। সুতরাং, আগে আবেদন করলে টিকিট নিশ্চিত- ব্যাপারটা এমন নয়।
শুধু তাই নয়, এবার সমর্থকদের জন্য আলাদা আলাদাভাবে আইডেন্টিফিকেশন নাম্বারের (আইডি) ব্যবস্থা করা হচ্ছে। উপর্যুক্ত কাগজপত্র প্রদর্শণ করতে হবে টিকিট কেনার সময়। সেটা হোক অনলাইন কিংবা সরাসরি। রাশিয়ান কর্তৃপক্ষের অনুরোধেই এই ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ফিফা। এ কারণে ফিফার পক্ষ থেকে বলে দেয়া হয়েছে, যারা অনলাইনে টিকিটের আবেদন করছেন, তারা যখনই ফিরতি ই-মেইলে টিকিট কেনার কনফারমেশন পাবেন, সাথে সাথে যেন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখে। কারণ, টিকিট সংগ্রহের সময় এগুলো প্রদর্শণ করতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি