ক্যারিয়ার শেষ করতে চান রুবেল

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮

ক্যারিয়ার শেষ করতে চান রুবেল

নিউ সিলেট ডেস্ক : আগের ম্যাচেই জিম্ববুয়ের বিপক্ষে দুই উইকেট নিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০তম উইকেট শিকার করেন পেসার রুবেল হোসেন। শততম উইকেটের মাইলফলক ছুঁতে তার লেগেছে পুরো ৯টি বছর। ম্যাচ খেলেছেন সব মিলিয়ে ৮১টি। ইনজুরিপ্রবণ এই পেসারের ক্যারিয়ারই বা আর কত লম্বা হবে! তবুও, তার প্রত্যাশা, ওয়ানডেতে আড়াইশ থেকে তিনশ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান তিনি।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ৯৯তম ওয়ানডে ম্যাচে এসে নিজের শততম উইকেটের দেখা পেয়েছিলেন রুবেল। যদিও ওই সময় তার প্রতিক্রিয়া জানা যায়নি। তবে আজ (বুধবার) মিরপুরে অনুশীলন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুবেল হোসেন জানালেন, নিজের স্বপ্নের কথা। ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান সে কথা।
২০০৯ সালের ১৪ জানুয়ারি মিরপুরেই শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল রুবেল হোসেনের। ঠিক ৯ বছরের মাথায় ২০১৮ সালের ১৫ জানুয়ারি শততম উইকেটের দেখা পান তিনি। নিজের অভিষেক ম্যাচেই লঙ্কানদের ইনিংসে ঝড় তুলেছিলেন তিনি। নিয়েছিলেন ৪ উইকেট। শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ১৪৭ রানে। ওই ম্যাচে আবার সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ের (অপরাজিত ৯৬ রান) ওপর ভর করে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। ধুমকেতুর মত যার উদয় হলো, তিনি যেন ক্যারিয়ারজুড়ে নিজেকে হারিয়ে খুঁজছেন। মাঝে-মধ্যে দারুণ ঝলসানোরূপে হাজির হন। যেমন ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে করা তার সেই স্পেল। যে স্পেলে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। কিংবা, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতানো সেই দুর্দান্ত আগুন ঝরানো বোলিং। আজ মিরপুরে সেই রুবেলের কাছে জানতে চাওয়া হয়, ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান আপনি? কিংবা নিজের নামের পাশে কতগুলো উইকেট দেখতে চান?
জবাবে রুবেল বলেন, একশটা উইকেট পেয়েছি আট-নয় বছরে। এর মধ্যে এক বছর তো ইনজুরিতেই ছিলাম। অনেক বছর লাগলো। এটা আসলে নির্ভর করে কতগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়েছি তার ওপর। আমাদের দেশে পেস বোলাররা হয়তো এতো বেশি সুযোগ পায় না। লক্ষ্য তো এখন তেমন নাই; তারপরও চাই ২৫০-৩০০ উইকেট পেতে। এমনটা হলে ভালো লাগবে আরকি। রুবেলের পরের বাক্যটিতেই মিশে আছে এই লক্ষ্য যে পূরণ করতে পারবেন না তার হতাশা। তবুও নাছোড়বান্দা মিডিয়া তাকে ছাড়লো না। আবারও প্রশ্ন ছুটে এলো। জিজ্ঞাসা করা হলো, আন্তর্জাতিক ক্যারিয়ারে আপনার নয় বছর চলে। নয় বছর লাগলো একশ উইকেট নিতে। ৩০০ উইকেট পেতে হলে কত বছর লাগবে? আপনার জন্য আসলে তা সম্ভব কি না?
এ প্রশ্নের জবাবে রুবেল দারুণ এক উত্তর দিয়েছেন। আসলে তার ওই উত্তরের মধ্যেই মানুষ বেঁছে থাকে, এগিয়ে যায়। রুবেল বলেন, এটা তো আসলে অনেক কঠিন। তবে আশা করতে দোষ কী! স্বপ্ন নিয়ে বেচেঁ থাকতে তো দোষ নেই। আশা করছি, দেখি কি হয়? মানুষ তো স্বপ্ন নিয়ে বেচেঁ থাকে। আমি না হয় স্বপ্ন নিয়েই বেচেঁ থাকলাম!



This post has been seen 326 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১