ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার বার্সায় যোগ

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার বার্সায় যোগ

নিউ সিলেট ডেস্ক : অনেক দিন ধরে গুনজন চলছে, গ্রেমিওর মিডফিল্ডার আর্থারকে দলে ভিড়াতে চায় কাতালান ক্লাব বার্সা। এবারের মৌসুমে বার্সেলোনা শিবিরে নাম লিখিয়েছেন পাওলিনহো ও ফিলিপে কুতিনহো। এবার নতুন করে ক্যাম্প ন্যুতে যোগ দিতে যাচ্ছেন আরেক ব্রাজিলিয়ান তারকা আর্থার। এই খেলোয়াড়ের দল-বদলের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ক্লাবটির সভাপতি। মূলত গত বছর গ্রেমিওর কোপা লিবার্তাদোরেস শিরোপা জয়ে দারুণ অবদান রাখার পর থেকেই আর্থারের প্রতি বার্সেলোনা আগ্রহ জন্মায় বার্সেলোনা।
ফুটবলের ওয়েবসাইট গোলডটকমের তথ্য মতে, ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে নিতে মোট ৪০ মিলিয়ন ইউরোর মত খরচ হবে বার্সেলোনার।
নতুন এই তারকার বার্সার ক্লাবে যোগ দেবার বিষয়ে গ্রেমিওর সভাপতি রমিলদো বলজান সাংবাদিকদের বলেন,এই দল বদলের বিষয়টা মোটামুটি শেষ হওয়ার দিকে রয়েছে। যদিও নথিগুলো এখন সই করা হয়নি। তবে এই দল-বদল চূড়ান্ত ধাপে পৌঁছেছে। আশাকরি, আগামীকাল বা পরশুদিনের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হয়ে যাবে।



This post has been seen 292 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১