সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮
নিউ সিলেট ডেস্ক : দেশের তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজন করেছে যুব গেমসের। প্রথমবারের মতো আয়োজিত আসরটির চূড়ান্ত পর্বের উদ্বোধন হতে যাচ্ছে শনিবার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৭টায় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্ত পর্বে ৩৪২ স্বর্ণপদকের জন্য লড়াই করবে ২৬৬০ ক্রীড়াবিদ। প্রতিযোগীরা সবাই অনূর্ধ্ব-১৭ বছর বয়সী।
শনিবার আনুষ্ঠনিক উদ্বোধন হলেও অনেক ডিসিপ্লিনের খেলা শুরু হয়ে গেছে আগেই। গত বছরের ২৮ অক্টোবর লোগো উন্মোচন হয়েছিল যুব গেমসের। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। শনিবার উদ্বোধনের পর ১৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বে বিভিন্ন ডিসিপ্লিনের লড়াই।
যুব গেমসের ২১টি ডিসিপ্লিনের মধ্যে দলগত ডিসিপ্লিন গুলো হলো- ফুটবল, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল ও হকি। ব্যক্তিগত ডিসিপ্লিন হলো- অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস, ভারোত্তোলন, রেসলিং, উশু, শ্যুাটিং, আরচ্যারি, ব্যাডমিন্টন, বক্সিং, দাবা, জুডো, কারাতে, তায়কোয়ানডো ও স্কোয়াশ। ১৫৯টি ইভেন্টে মোট পদকের সংখ্যা ১ হাজার ১১৪। এর মধ্যে ৩৪০টি স্বর্ণ ছাড়াও ৩৪০টি রৌপ্য এবং ৪৩০টি ব্রোঞ্জ পদক।
বর্ণিল উদ্বোধনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। দুই ঘন্টার অনুষ্ঠানে থাকবে লেজার শো, আতশবাজি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। গেমসের মশাল প্রজ্জ্বালন করবেন কমনওয়েলথ ও সাফ গেমসে শ্যুটিংয়ে স্বর্ণ জয়ী ক্রীড়াবিদ আসিফ হোসেন খান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি