জার্মানির বিরোদ্ধে নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৮

জার্মানির বিরোদ্ধে নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

নিউ সিলেট ডেস্ক : বিশ্বকাপের আর মাত্র বাকি ৯৩ দিন। আগামী ৯ জুন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফ্রেন্ডলি ম্যাচে মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর ১৩ জুন একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা। এ দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল।
ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হবার পর, এবারই প্রথম জার্মানির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ওই ম্যাচেও ইনজুরির কারণে মাঠে নামা হয়নি নেইমারের। এবারও সেই ইনজুরির কারণে এ দুই ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে না সুপারস্টার নেইমারকে।
ফরাসি লিগে পিএসজির মাঠে মার্সেইয়ের বিপক্ষে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ৩ মার্চ (শনিবার) ব্রাজিলের বেলো হরিজন্তেতে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে ডাক্তাররা জানান, নেইমারের সেরে উঠতে আড়াই থেকে তিন মাসের মত সময় লাগতে পারে। নেইমার না থাকলেও দলে আছে কুতিনহো, জেসুস ও ফিরমিনহোর মত তারকারা।
২৫ সদস্যের ঘোষিত এই দলে অনেকেই আছেন যারা বিশ্বকাপের মূল দলে জায়গা পারেন না। তবে এ নিয়ে তিতে বলেন, ‘আমি শেষ পর্যন্ত সব খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। যাতে চূড়ান্ত দল নির্বাচনে সুবিধা হয়।’
ব্রাজিল দলঃ
গোলরক্ষক : আলসন, এডারসন, নেতো।
ফুলব্যাক : দানি আলভেজ, ফিলিপ লুইস, মার্সেলো ও ফাগনার।
রক্ষণভাগ : পেদ্রো জেরোমেল, মারকুইনহোস, মিরান্দা, রদ্রিগো কাইয়ো ও থিয়াগো সিলভা।
মিডফিল্ডার : কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাওলিনহো, কুতিনহো, রেনেত্তো আগুস্তো, অ্যান্ডারসন তালিস্কা ও উইলিয়ান।
ফরোয়ার্ড : ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, টাইসন ও উইলিয়ান জোসে।



This post has been seen 525 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১