রাতে মুখোমুখি সাকিব-মোস্তাফিজ

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮

রাতে মুখোমুখি সাকিব-মোস্তাফিজ

নিউ সিলেট ডেস্ক : আজ মঙ্গলবার মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। আইপিএলের এই আসরে এর আগেও একবার মুখোমুখি হয়েছে হায়দ্রাবাদ-মুম্বাই। প্রথম দেখায় সাকিবের হায়দ্রাবাদের কাছে ১ উইকেটে হেরে যায় মুম্বাই।
এবারের আসরে খুব একটা ভালো পজিশনে নেই গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে আছে দলটি। শুধু মাত্র ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় পেয়েছে মোস্তাফিজরা। আর বাকি চার ম্যাচে ভালো খেলেও শেষের দিকে হতাশার হারে ডুবেছে তারা। তবে দল হারলেও খুব একটা খারাপ করেন নি কাটার মাস্টার মোস্তাফিজ। এক ম্যাচ ছাড়া বাকি ম্যাচ গুলোতে বল হাতে দুর্দান্তই ছিলেন তিনি।
অপরদিকে এবারের আসরে বেশ দারুণ শুরু করলেও শেষ ম্যাচে পিছিয়ে যায় হায়দ্রাবাদ। পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ। মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ঘরের মাঠে জিতেছিল হায়দ্রাবাদ। আজ মুম্বাইয়ে খেলা। ঘরের মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে প্রতিশোধের পাশাপাশি আইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত শর্মার দল। অন্যদিকে মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইবে হায়দ্রাবাদ। সবকিছু মিলিয়ে আজকের ম্যাচটিকে ঘিরে বেশ উত্তেজিত ক্রিকেট ভক্তরা।



This post has been seen 339 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১