মালিক-সানিয়ার সংসারে নতুন অতিথি!

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮

 মালিক-সানিয়ার সংসারে নতুন অতিথি!

নিউ সিলেট ডেস্ক : নতুন অতিথি আসছে তাহলে বিখ্যাত ক্রীড়া দম্পতির পরিবারে! মা হতে যাচ্ছেন ভারতের টেনিস-রাজকন্যা সানিয়া মির্জা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক এবং ভারতের সানিয়া মির্জা সোমবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনে একই পোস্ট করেন। পোস্টটি ইতিমধ্যে বেশ ভাইরাল হয়ে গেছে। তাদের ছবিটি ইঙ্গিত দিচ্ছে যে তাঁদের ঘরে নতুন অতিথি আসতেছে। তা নিয়েই চলছে তাদের নানা কল্পনা।
টুইটারে করা তাদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনটি লকারে ঝুলছে তিনটি টি-শার্ট। একটিতে লেখা মির্জা। অন্যটিতে মালিক। আর ঠিক মাঝখানে ঝুলছে ছোট্ট একটি টি-শার্ট। যার নীচে লেখা মির্জা মালিক। ক্যাপশনে সানিয়া লিখেছেন,বেবি মির্জা মালিক’।
এই ঘোষনার পরে তাদের সকল ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেছে। ২০১০ সালে গাটছড়া বাঁধেন এই দম্পতি। পারিবারিক জীবনে নানা ঝামেলা সামলিয়ে তাহলে এবার নতুন অতিথি আসতে যাচ্ছে তাদের পরিবারে।



This post has been seen 322 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১