টেস্ট র‍্যাংকিংয়ে টাইগারদের উত্থান

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মে ১, ২০১৮

টেস্ট র‍্যাংকিংয়ে টাইগারদের উত্থান

নিউ সিলেট ডেস্ক : আইসিসির টেস্টে র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশ অষ্টম স্থানে উঠেছে। আজ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের নতুন টেস্ট র‌্যাংকিং প্রকাশ করে। সেই তালিকায় প্রথমবারের মত টেস্টে নবম অবস্থান থেকে অষ্টম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ একধাপ নিচে নেমে গিয়েছে নবম স্থানে। টেস্টে র‌্যাংকিংয়ে ৭১ পয়েন্ট নিয়ে এতদিন বাংলাদেশ ছিল নবম স্থানে। বাংলাদেশ থেকে এক পয়েন্ট বেশি নিয়ে অর্থাৎ ৭২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ছিল। কিন্তু আইসিসির নতুন তালিকায় বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়েছে ৭৫ আর ওয়েস্ট ইন্ডিজের রেটিং কমে হয়েছে ৬৭। যার কারণে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়ে ক্যারিবিয়ানরা।
আইসিসির নতুন তালিকায় ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি সবার উপরে আছে ভারত। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ১১২। আর ১০৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে অস্ট্রেলিয়া। অজিদের থেকে ৪ পয়েন্ট রেটিং কম নিয়ে চতুর্থ অবস্থানে আছে নিউজিল্যান্ড। এর আগে টেস্টে বাংলাদেশের সেরা অবস্থান ছিল ৯ নম্বর। সেখান থেকে প্রথমবারের মত আটে উঠেছে লাল-সবুজরা। টেস্টে র‍্যাংকিংয়ে এটাই বাংলাদেশের সেরা উত্থান।



This post has been seen 558 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১