চাইনিজ উশু ফাইটার স্কুলের ট্রেনিং ক্যাম্পের বেল্ট বিতরণ

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৮

চাইনিজ উশু ফাইটার স্কুলের ট্রেনিং ক্যাম্পের বেল্ট বিতরণ

নিউ সিলেট রিপোর্ট : চাইনিজ উশু ফাইটার স্কুলের আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামে গতকাল শুক্রবার ছাত্র-ছাত্রীদের ব্রাউন বেল্ট, ব্লু বেল্ট, গ্রীণ বেল্ট, ইয়েলো বেল্ট, রেড বেল্ট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ যুব গেম্সে সব কটি ইভেন্টস এর মধ্যে সিলেটে একমাত্র উশুই সুনাম বয়ে নিয়ে এসেছে। তিনি আরো বলেন, দেশের, সমাজের ও মানুষের মত মানুষ হয়ে বেচে থাকার জন্য চাইনিজ মার্শাল আর্ট উশু অনুশীলন প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য। এ ধরনের একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার জন্য আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের বালিকা বিদ্যালয়-মহাবিদ্যালয়গুলোতে চাইনিজ মার্শাল আর্ট উশু প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত এ ব্যাপারে সরকারী-বেসরকারী উশু ক্লাব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলা প্রয়োজন।
আন্তর্জাতিক উশু কোচ, সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চাইনীজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক, মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ এ মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী জুনেদ জালালী চৌধুরী, সিলেট জেলা উশু এসোসিয়েশনের মহিলা সম্পাদিকা নাজমা বেগম, বাংলাদেশ ফ্লাইং ড্রাগন মার্শাল আর্ট একাডেমীর প্রধান প্রশিক্ষক নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ আহমেদ রুবেল, আরিফ উদ্দিন ওলি, হাবিবুর রহমান সুমেল, শাহরিয়ার শাওন, রাজন তালুকদার, মাছুম আহমদ হৃদয়, আবু মোকাম্মেল সাইদ, মো. সাজ্জাদুর রহমান, তানভীর চৌধুরী, জামিল আহমদ, শাহান আহমদ, আব্দুল আহাদ, মুসলিম হাসান নিহাদ, আমিনুুল ইসলাম, সৌগত পাল, আজিজুল ইসলাম, সালমান আহমদ চৌধুরী, আব্দুল ওয়াহাব, সাদিয়া আক্তার ইমরানা, শান্তা দাস চৈতী, বিথী দাস চারু, খাদিজা ইয়াসমিন ফারিহা, তাওসি আক্তার ইমু, তন্ময় ভট্টাচার্য্য, নাফিসা সিগমা কাউলিং, সর্বানী পুরকায়স্থ, সুকান্ত রায় প্রমুখ।



This post has been seen 419 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১