ঢাকায় জাতিসংঘের মহাসচিব

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৮

ঢাকায় জাতিসংঘের মহাসচিব

নিউ সিলেট ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর ৬৩৮) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন জাতিসংঘ প্রধান। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এর আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম ঢাকায় পৌঁছান।
জাতিসংঘের প্রধান কর্তাব্যক্তি এমন সময় এই সফরে এলেন যখন মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার বাইরেও রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য সমাধান খতিয়ে দেখা হচ্ছে। দুজনই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়েই টেকসই উন্নয়ন কর্মসূচি ২০৩০ নিয়ে একটি আলোচনা সভায় যোগ দিবেন জাতিসংঘ মহাসচিব।
এর আগে ২০০৮ সালের ২৭ মে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছিলেন গুতেরেস। ঢাকায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও তেজগাঁওয়ে হলি ক্রস গার্সল হাই স্কুল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ প্রধানের। এছাড়া আজ বিকালে র‍্যাডিসন হোটেলে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর সেখানেই তিনি জাতিসংঘ ও বিশ্বব্যাংকের কর্মীদের সঙ্গে যৌথভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দিবেন জাতিসংঘ প্রধান।
আগামীকাল সোমবার রোহিঙ্গাদের অবস্থা দেখতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে কক্সবাজার যাবেন তিনি। সেখানে তিনি কুতুপালং শরণার্থী শিবিরে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এসময় তার সঙ্গে থাকবেন। ওইদিন সকালে কক্সবাজারে সায়েমান হোটেলে গণমাধ্যমের উদ্দেশে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর সন্ধ্যা ছয়টায় ঢাকায় পৌঁছে র‍্যাডিসন হোটেলে গণমাধ্যমের উদ্দেশে ব্রিফ করবেন গুতেরেস। মঙ্গলবার ভোরে ঢাকা ছাড়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের।dt/ns/-



This post has been seen 356 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১