আর্জেন্টিনা পর পর্তুগালের ট্র্যাজিক বিদায়

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৮

আর্জেন্টিনা পর পর্তুগালের ট্র্যাজিক বিদায়

নিউ সিলেট ডেস্ক : ঠিক আগের ম্যাচেই ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। হতাশার ম্যাচে নিজে গোল পাননি মেসি। পর্তুগাল ও রোদালদোর অবস্থাও হলো তাই। উরুগুয়ের কাছে ২-১(কাভানির জোড়া গোল) গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। মেসির মতো গোল বঞ্চিত থাকতে হয় রোনালদোকেও। মনে করা হচ্ছে, মেসি বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন এদিন, শেষ ম্যাচ খেলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। এটাই যে তাঁর শেষ বিশ্বকাপ, বয়সটাই বলে দিচ্ছে তা। রোনালদোর বয়স এখন ৩৩। আগামী বিশ্বকাপে যে তিনি থাকছেন না, সেটা তো পরিষ্কারই।
শোচিতে শেষ ষোলর এ ম্যাচে ৭তম মিনিটে পিছিয়ে পড়লেও শুরুটা কিন্তু দারুণ হয়েছিল পর্তুগালের। গোল খাওয়ার আগের মিনিটে ভাগ্য ভালো থাকলে এগিয়ে যেতে পারত পর্তুগাল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর নেওয়া শটটি সেভ করে দেন উরুগুয়ের গোলরক্ষক।
এরপরই উরুগুয়ের সমন্বিত আক্রমণ। সুয়ারেজের দারুণ ক্রসে চমৎকার হেডে গোল করে ১-০তে এগিয়ে দেন কাভানি। ২২তম মিনিটে সুয়ারেজের জেরালো শট বাঁ দিকে ঝাপিয়ে পড়ে রক্ষা করেন পর্তুগালের গোলকিপার।
পিছিয়ে পড়া পর্তুগালের আপ্রাণ চেষ্টা ছিল সমতায় ফেরার, কিন্তু ১-০তে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ইউরো চ্যাম্পিয়নদের।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও বেশি মরিয়া হয়ে ওঠে পর্তুগাল।অবশেষে ৫৫তম মিনিটে সমতায় ফিরে পর্তুগাল। রাফায়েলের দারুণ ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন পেপে।
১-১ সমতা। দারুণ জমে ওঠে ম্যাচ। দুই দলই চেষ্টা করতে থাকে এগিয়ে যাওয়ার। তাতে সফল উরুগুয়ে। এবারও সেই কাভানি। বেন্টানকুরের ক্রস থেকে বল পেয়ে বিদ্যুত গতিতে ছুটে যান তিনি। কাল বিলম্ব না করে প্লেসিং শটে ব্যবধান বাড়ান কাভানি।
পিছিয়ে পড়ার পর আরেকবার গোলের জন্য পাগল হয়ে ওঠে পর্তুগাল। বারবার আক্রমণে দারুণ চাপে ফেলে উরুগুয়ের রক্ষণভাগকে। কিন্তু কাজের কাজটি হচ্ছিলো না। রক্ষণভাগকে যেন দুর্গ বানিয়ে রেখেছিল উরুগুয়ে।
দুর্ভাগ্য, একের পর আক্রমণ করে কাঙ্খিত গোলের দেখা পায়নি পর্তুগাল। ভালো খেলেও শেষমেশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদো ও পর্তুগালকে।



This post has been seen 372 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১