আলোকচিত্রী শহিদুল আলমকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়নি : জয়

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮

আলোকচিত্রী শহিদুল আলমকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়নি : জয়

নিউ সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রীর ছেলে ও  তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন গ্রেফতার হওয়া আলোকচিত্রী শহিদুল আলমকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়নি। গতকাল শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এই দাবি করেন তিনি।
শহিদুল আলম অসৎ উদ্দেশ্যে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে অসুস্থতার অভিনয় করেছেন বলে মন্তব্য করেন জয়।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা লিখেছেন, শহিদুল আলমের নির্যাতনের অভিযোগ আমাদের সরকারের বিরুদ্ধে তার অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মধ্যেই একটি। তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন। তারা নির্যাতনের কোনো প্রমাণ, এমনকি ইঙ্গিতও পাননি। আন্তর্জাতিক গণমাধ্যম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একই বিষয় জানতে পারেন। এ থেকে প্রমাণ হয় শহিদুল আলম আসলে কতটা অসৎ। আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করছে।t24/ns/-



This post has been seen 379 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১