শরীর গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই : আশফাক আহমদ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮

শরীর গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই : আশফাক আহমদ

নিউ সিলেট রিপোর্ট : সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, খেলাধুলা মানুষের বিষন্নতা, অবসাদ কাটিয়ে মনকে চনমনে করতে সাহায্য করে। তাই খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক, প্রশান্তি ও সুস্থতাও নিশ্চিত করে। শরীর গঠনে তাই খেলাধুলার কোন বিকল্প নেই। রোববার বিকেলে শহরতলীর খাদিম ও বুরজান চা কারখানা ফ্রেন্ডক্লাবের উদ্যোগে ১ম ফ্রেন্ডস ক্লাব সিলেট ভ্যালী ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খাদিম ও বুরজান চা কারখানা ফ্রেন্ডক্লাবের সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও নুরুল ইসলাম এবং সুবীর কর্মকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদিম চা বাগানের জেনারেল ম্যানেজার নোমান হায়দার চৌধুরী, বুরজান চা কারখানার মহাব্যবস্থাপক সবুর খান, খাদিম চা বাগানের সহকারী ব্যবস্থাপক আতিকুর রহমান আতিক, বুরজান চা কারখানার ব্যবস্থাপক কামরুজ্জামান চৌধুরী, সহকারী ব্যবস্থাপক অচিন্ত্যকুমার দে, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ণ সিলেট ভ্যালী কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়নের ৯নং ইউপি সদস্য আতাউর রহমান শামীম, নান্টুর রঞ্জন, রবু মিয়া, দোলন কর্মকার দুলু, মনোরঞ্জন নায়েক, মাধাই চাষা পঞ্চায়েত সভাপতি সবুজ তাতী, বিলাস ব্যানার্জী, মনো দাশ, সিলেট ভ্যালী কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক দেবু বাউরী, ফ্রেন্ডক্লাবের সেলিম মিয়া, রতন চাষা, সাগর চাষা, রাজিব সিং, অজিত দেব, কাজল ব্যানার্জী প্রমুখ।



This post has been seen 397 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১