বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ সিলেট সদর উপজেলা ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৮

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ সিলেট সদর উপজেলা ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন

নিউ সিলেট রিপোর্ট : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ সিলেট সদর উপজেলা ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭’র উদ্বোধন শুক্রবার বিকাল ৩টায় শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক অলিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম এ মালিক ইমন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শহিদ আহমদ, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, উপজেলা মেডিকেল অফিসার আনিসুল হোসেন, মোগলগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিকুর রহমান, হাটখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বশর, শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের সেক্রেটারী নাজমুল ইসলাম এহিয়া, উপজেল্ াক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, আব্দুল আহাদ, আমিনুর রহমান পাপ্পু, ফজল্লুল হক, ফারুক আহমদ, বাবলু, সাদেক আহমদ, কিবরিয়া আহমদ, ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাদির, সুহিন আহমদ মেম্বার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সামস্ উদ্দিন আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ৭নং মোগলগাও ইউনিয়ন ১-০ গোলে টুলটিকর ইউনিয়নকে পরাজিত করে। অপর খেলায় কান্দিগাও ইউনিয়ন ট্রাইব্রেকারে হাটখোলা ইউনিয়নকে পরাজিত করে।



This post has been seen 421 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১