সন্ধ্যায় এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়বে টাইগাররা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮

সন্ধ্যায় এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়বে টাইগাররা

নিউ সিলেট ডেস্ক : আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের ১৪তম আসর। এই টুর্নামেন্টে অংশ নিতে আজ সন্ধ্যায় ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টাইগারদের বহনকারী বিমানটি ছেড়ে যাবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
এশিয়া কাপের জন্য মোট ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন।  আজ তিনি ছাড়া দলের অন্য সবাই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
জানা গেছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যাবেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। গ্রুপ পর্বের অন্য ম্যাচে আগামী ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস,
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন,
আবু হায়দার রনি, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত,
মুমিনুল হক, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু।



This post has been seen 623 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১