কমিশনার ও ডিসিদের সরকারি ব্রিফিংয়ে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৮

কমিশনার ও ডিসিদের সরকারি ব্রিফিংয়ে নিষেধাজ্ঞা

নিউ সিলেট ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের সরকারের কোনো ব্রিফিংয়ে অংশ না নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) এবং বিষয়টি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।
ইসির উপ-সচিব মো: আব্দুল হালিম খানের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাদের চাকরি বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে। তাই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত তারা ইসির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়া, তারা সরকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন-সংক্রান্ত কোনো ব্রিফে অংশ নিতে পারবেন না।
নির্বাচন কমিশনে সম্প্রতি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগ করে যে, জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে ব্রিফ করা হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি থেকে এমন নির্দেশনা এলো।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।



This post has been seen 434 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১