ছাতকে সানমুন টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯

ছাতকে সানমুন টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিউ সিলেট রিপার্ট : সানমুন টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের বাউর গ্রামের মাঠে এর উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মুহি উদ্দিনের সভাপতিত্বে ও সানমুন ক্রিকেট ক্লাবের সভাপতি আতিকুর রহমান এবং সালাহ উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের ভিপি জিপি এডভোকেট রাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের যুব সমাজকে খেলাধুলার দিকে বেশি বেশি করে নিয়ে আসতে হবে। যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করানোর জন্য সর্ব মহলের প্রতি তিনি আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া অঙ্গনে ব্যাপক সাফল্য অর্জন করছে। খেলাধুলার মান উন্নয়নে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সুরুজ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী মুজিবুর রহমান, ওয়ালাছ উদ্দিন, আফরোজ মিয়া, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শহিদ আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সান মুন ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক এইচ কে এম নোমান, ছাত্রনেতা নাফিজ সামস তিয়াষ, ফয়েজ উদ্দিন, মাহমুদ মিয়া, সাব্বির আহমেদ, আবিদুর রাহমান আপন, জামাল হাসান রুবেল, জাকারিয়া জিকু, মামুন, রফিকুল ইসলাম, ওলিউর রহমান, সৈয়দ জাকির, সাজ্জাদুর রহমান, আমির হোসেন, আলী আমজদ কাওসার, আমির হামজা, জহিরুল হক, রেজাউল ইসলাম, কামরুল, নুরুল আমিন, ইমন, লিটন, সাইফ উদ্দিন, মুস্তাকিম, সুজেল আহমেদ প্রমুখ।
এ টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার ৫৬ দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায়-রুমন আতিক ফাইটার্স ক্রিকেট টিমকে হারায় ক্রিকেট ব্লাস্ট কৈতক দল।



This post has been seen 459 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১