সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯
নিউ সিলেট ডেস্ক : আজ বহুল প্রতিক্ষীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে প্রতিক্ষীত এ নির্বাচন। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানানো হয় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এই তফসিল ঘোষণা করবেন প্রধান রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। তিন দশক পর ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে। আর ডাকসু নির্বাচনের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ভোটের তোড়জোড় শুরু হয়েছে।
সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ১৯৯০ সালে। এরপর একাধিকবার ভোটের ঘোষণা হলেও শেষ পর্যন্ত আর নির্বাচন হয়নি। এবার এ নির্বাচনকে কেন্দ্র করে আদালত পর্যন্ত গড়িয়েছে। আর মার্চের মধ্যে নির্বাচন করতে আদালত নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে গিয়ে ডাকসু নির্বাচন আয়োজন করতে বলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন উদ্যোগ নেয়নি। এরপর ডাকসু নির্বাচন চেয়ে আদালতে রিট আবেদন হয়, এর প্রেক্ষিতে ছয় মাসের মধ্যে নির্বাচনের নির্দেশনা দেন আদালত। এরপর উপাচার্য আখতারুজ্জামান প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাধিকবার বৈঠকে বসেন। নির্বাচনে ভোটকেন্দ্র কোথায় হবে এ নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিরোধ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়েছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো চাইছে হলের বাইরে টিএসসিতে ভোটকেন্দ্র স্থাপন করা হোক। তবে ছাত্রলীগ বলছে, সব সময় হলেই ছিল ভোটকেন্দ্র। কাজেই এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই। এরই মধ্যে নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক এস এম মাহফুজুর রহমানকে প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং আরও পঁরচজনকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গঠন করা হয় নির্বাচন পরিচালনায় উপদেষ্টা কমিটি। এছাড়া গঠনতন্ত্র সংশোধন ও আচরণবিধি প্রণয়নের কাজ শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি আখতারুজ্জামান আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি