অবশেষে ঘরের মাঠে টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান!

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

অবশেষে ঘরের মাঠে টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান!

নিউ সিলেট ডেস্ক : অবশেষে প্রায় দশ বছরের বেশি সময় পর সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ঘরের মাঠে টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম ‘এয়ারিনিউজ’ প্রকাশ করেছে এমন খবর। তাদের দেয়া খবর অনুযায়ী চলতি বছর থেকে শুরু হতে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে পাকিস্তান যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এখনো সূচি না দিলেও, এরই মধ্যে দুই বোর্ডের মধ্যে কথা পাকাপাকি হয়ে গেছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সুত্র। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম লেগে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। যা শেষ হয়ে যাবে ২০২০ সালের মধ্যেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দুইটি সে দেশে গিয়ে খেললেও, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুইটি শ্রীলঙ্কার মতোই ঘরের মাঠে খেলতে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমন কোনো প্রতিশ্রুতি বা চুক্তি করা হয়নি। তাই শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুইটিই হয়তো ঘরের মাঠে খেলতে পারবে পাকিস্তান। আর এমনটা হলে দীর্ঘ ১০ বছর পর নিজেদের মাটিতে টেস্ট ম্যাচ আয়োজন করার সুখস্মৃতি পাবে পাকিস্তানিরা।
উল্লেখ্য, ২০০৯ সালে ৩ মার্চ তারিখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে গাড়ি বোমা হামলার শিকার হয় শ্রীলঙ্কান ক্রিকেট দল। সে হামলায় অন্তত ছয়জন লঙ্কান ক্রিকেটার গুরুতর আহত হন। সেদিন ছিলো লাহোর টেস্টের তৃতীয় দিন। কিন্তু হামলার পর আর মাঠে গড়ায়নি খেলা। জরুরী ভিত্তিতে দেশে ফিরে যায় লঙ্কান ক্রিকেট দল।
সেই যে ফিরলো লঙ্কান ক্রিকেট দল, সেদিনের পর থেকে আর টেস্ট ম্যাচ হয়নি পাকিস্তানের মাটিতে।



This post has been seen 1036 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১