সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা

Bangladesh’s Shakib Al Hasan, second left, celebrates with teammates the dismissal of Zimbabwe’s Craig Ervine during their first one day international cricket match in Dhaka, Bangladesh, Saturday, Nov. 7, 2015. (AP Photo/A.M. Ahad)

খেলাধুলা ডেস্ক :: দেশের মাটিতে এখন পর্যন্ত টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা সপ্তম সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মাশরাফির দল। আজ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি জিতে গেলেই বাংলাদেশের অর্জনের খাতায় আরও ইতিহাস লেখা হয়ে যাবে। সেই সাথে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জিতবে টাইগাররা। সেই লক্ষ্য নিয়েই আজ ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। তবে বৃষ্টির শংকায় আছে তৃতীয় ওয়ানডেটি। মঙ্গলবার সারাদিনের বৃষ্টির কারণে কভারে ঢাকা ছিলো প্রায় পুরো মাঠ।

২০১৪ সালের শেষদিকে বাংলাদেশ দলের অধিনায়ক হন মাশরাফি। এরপর তার নেতৃত্বে দেশের মাটিতে ছয়টি দ্বিপাক্ষিত সিরিজ খেলে বাংলাদেশ। ছয়টি সিরিজই দাপটের সাথে জিতে নেয় টাইগাররা। জিম্বাবুয়েকে দিয়ে সিরিজ জয়ের মিশন শুরু করে বাংলাদেশ। ৫-০ ব্যবধানে ঐ সিরিজটি জিতে নেয় মাশরাফির দল।

এরপর পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ, ভারতকে ২-১, দক্ষিণ আফ্রিকাকে ২-১, আবারো জিম্বাবুয়েকে ৩-০ এবং সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। তাই সপ্তম সিরিজ জয়ের সুযোগ এখন বাংলাদেশের সামনে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ২১ রানে হারলেও, দ্বিতীয় ম্যাচ ৩৪ রানে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। ফলে ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডে জিততে পারলেই সপ্তম সিরিজ জয়ের স্বাদ নিবে টাইগাররা। তা করতে পারলে রেকর্ড বইয়ে অস্ট্রেলিয়ার পাশে বসবে বাংলাদেশ। টানা সাতটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড একমাত্র অস্ট্রেলিয়াই আছে। অবশ্য টানা ৯ ও ১০টি সিরিজ জয়ের রেকর্ডও অসিদের দখলেই।

তবে বিরল অর্জনের লক্ষ্যে নিজেদের দুর্দান্ত পারফরমেন্স ২২ গজে বিলিয়ে দিচ্ছে বাংলাদেশ। গেল ২৩ মাস ধরে সেই প্রমাণ তারা ঠিকই দিয়ে আসছে। ব্যাট-বল হাতে ওয়ানডে ফরম্যাটে চোখ জুড়ানোর পারফরমেন্সে কাপিয়ে দিয়েছে প্রতিপক্ষকে। এবার কাঁপিয়ে দেয়ার পালা ইংল্যান্ডকে। অবশ্য ইতোমধ্যে কেঁপে উঠেছে ইংল্যান্ড শিবির।

প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩১০ রানের টার্গেট দিয়েও, স্বস্তিতে লড়াই করতে পারেনি ইংল্যান্ড। শেষমেষ ম্যাচ জিতলেও, তা বাংলাদেশের ভুলেই জিতেছে ইংলিশরা। একথায় বলতে গেলে, ‘ইংল্যান্ডকে জয় উপহার দিয়েছে মাশরাফির দল।’ ফলে সিরিজের ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

কিন্তু তাতে ভড়কে যাবার দল এখন আর নয় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচেই সমতা আনে তারা। মাশরাফির দুর্দান্ত নৈপুণ্যের কাছে হার মানে ইংলিশরা। ব্যাট হাতে ৪৪ ও বল হাতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজে ফেরান ম্যাশ।

এবার সিরিজ জয়ের পালা বাংলাদেশের। আর এই কাজটি এখন ভালোই পারে টাইগাররা। দুর্দান্ত ফর্মের সাথে অতীত চিত্র তেমনটাই জানান দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়েও, শেষ পর্যন্ত দূরন্ত পারফরমেন্সে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এবারও সিরিজে পিছিয়ে পড়েও সমতা এনেছে টাইগাররা। তাই প্রোটিয়াদের বিপক্ষে ঐ সিরিজ থেকে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারে বাংলাদেশ।

এছাড়া চট্টগ্রামে মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ স্মৃতিটা বেশ মিষ্টি। ২০১১ বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে এই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেই মুখোমুখি হয়েছিলো দু’দল। সে ম্যাচে নাটকীয়ভাবে ৬ বল হাতে রেখে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তাই ঐ ম্যাচটিও আত্মবিশ্বাসের টনিক হিসেবে কাজ করবে বাংলাদেশের কাছে।

পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত বড় বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয়ের পর ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করতে পারলে বাংলাদেশের ক্রিকেটের এক বিরল অর্জনই হবে। সেই বিরল অর্জনের সাক্ষী হতে প্রস্তত বাংলাদেশ ক্রিকেট দল ও বাংলার ১৬ কোটি মানুষ।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

ইংল্যান্ড স্কোয়াড : জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জেক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, স্টিভেন ফিন, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি ও ক্রিস ওকস।



This post has been seen 702 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১