কে ছুবেন শতক, মেসি না রোনালদো?

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৬

কে ছুবেন শতক, মেসি না রোনালদো?

নিউ সিলেট ডেস্ক :::::  শতক, অর্ধশতকের হিসাব তো ফুটবলে নেই, ক্রিকেটেই বেশি হয়ে থাকে। এ সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো কি তাহলে ফুটবল ছেড়ে ক্রিকেটে নামছেন? না, ফুটবলেই দুর্দান্ত এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই দুই তারকা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে দুজনেই খুব দ্রুত ছুঁয়ে ফেলবেন ১০০ গোলের মাইলফলক। কিন্ত প্রথম খেলোয়াড় হিসেবে গোলের শতক পূর্ণ করে ইতিহাসটা কে গড়বেন, সেটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবল প্রেমীরা।
চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১৩৩টি ম্যাচ খেলে রোনালদো করছেন ৯৫টি গোল। আর মেসি ৯৩টি গোল করেছেন ১১০টি ম্যাচ খেলে। সংখ্যার হিসেবে ইতিহাস গড়ার সুযোগটা রোনালদোরই বেশি। কিন্ত চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে মেসি যেভাবে একের পর এক গোল করে চলেছেন, তাতে রোনালদোকে টপকে তিনিই যদি আগে চ্যাম্পিয়নস লিগ গোলের শতক পূর্ণ করে ফেলেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ইউরোপের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় বেশি গোল করার রেকর্ডটি আগে ছিল স্প্যানিশ তারকা রাউলের দখলে। ১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে রাউল করেছিলেন ৭১টি চ্যাম্পিয়নস লিগ গোল। সবাই মনে করেছিলেন রোনালদোই মনে হয় আগে ছাড়িয়ে যাবেন রাউলকে। কিন্ত এখানে পর্তুগিজ এই তারকাকে পেছনে ফেলেছিলেন মেসি। ২০১৪ সালে আর্জেন্টাইন এই তারকাই প্রথম ভেঙেছিলেন রাউলের রেকর্ড। রোনালদো অবশ্য গত মৌসুমে ১৬টি গোল করে এগিয়ে গেছেন বেশ খানিকটা।
রোনালদো চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করেছিলেন ৯৩টি গোল নিয়ে। মেসি পিছিয়ে ছিলেন ১০ গোলের ব্যবধানে। কিন্ত এবারের মৌসুমে আবার সেই লড়াইটা জমিয়ে তুলেছেন মেসি। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচে রোনালদো করতে পেরেছেন মাত্র দুটি গোল। আর মেসি ১০টি গোল করেছেন মাত্র চারটি ম্যাচ খেলে।
মেসি চ্যাম্পিয়নস লিগের শুরুটাই করেছিলেন সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করে। সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডে ছাড়িয়ে গিয়েছিলেন রোনালদোকে। পরে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও আরেকটি হ্যাটট্রিক করেছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে মেসি করেছেন সাতটি হ্যাটট্রিক। আর রোনালদো পাঁচটি।
চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ের দিক থেকেও রোনালদোর চেয়ে এগিয়ে আছেন মেসি। বার্সেলোনার জার্সি গায়ে জিতেছেন চারটি শিরোপা। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো জিতেছেন তিনটি শিরোপা।



This post has been seen 513 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১