সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। টেস্টে খুব একটা সুবিধা করতে না পারলেও ওয়ানডেতে যেন বইয়ে দিলেন রানের বন্যা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই শতক হাঁকিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এক বছরে সবচেয়ে বেশি শতক করার রেকর্ডে তিনি ছুঁয়েছেন সৌরভ গাঙ্গুলিকে।পারেননি শুধু সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে।
এ বছর ওয়ার্নার খেলেছেন মোট ২৩টি ওয়ানডে। এর মধ্যে শতক করেছেন সাতটিতেই। ২০০০ সালে ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলি করেছিলেন সাতটি শতক। আর টেন্ডুলকার ১৯৯৮ সালে করেছিলেন নয়টি শতক। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত এই তিনজনই শুধু করতে পেরেছেন এক বছরে সাতটি বা তার বেশি শতক। অস্ট্রেলিয়ার পক্ষে এক বছরে সবচেয়ে বেশি শতকের রেকর্ডটি আগে ছিল রিকি পন্টিংয়ের দখলে। ২০০৭ সালে ২৭টি ওয়ানডে খেলে পন্টিং করে ছিলেন পাঁচটি শতক।
২০১৬ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার কৃতিত্বটিও ওয়ার্নারের। ২৩টি ওয়ানডেতে তার সংগ্রহ এক হাজার ৩৮৮ রান। সাতটি শতকের পাশাপাশি আছে চারটি অর্ধশতকও। এ বছর ওয়ার্নারের ব্যাটিং গড়টাও গেছে ঈর্ষণীয় পর্যায়ে। ৬৩.০৩! ওয়ার্নার ছাড়া ২০১৬ সালে ওয়ানডেতে এক হাজার রানের মাইলফলক করেছেন মাত্র একজন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ২৬টি ওয়ানডে খেলে স্মিথ করেছেন এক হাজার ১৫৪ রান।
শতকের মতো এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটিও আছে ভারতের কিংবদন্তি টেন্ডুলকারের দখলে। ১৯৯৮ সালে ‘লিটল মাস্টার’ ৩৪টি ওয়ানডে খেলে করেছিলেন এক হাজার ৮৯৪ রান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি