রামোসের গোলে রিয়ালের জয়

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

রামোসের গোলে রিয়ালের জয়

নিউ সিলেট ডেস্ক ::::  সার্জিও রামোস। তার পরিচয়টা একজন ডিফেন্ডার হিসেবে। রক্ষণদুর্গ সামলানোই তার দায়িত্ব। ২০০৫ সাল সাল থেকে লস ব্লাঙ্কসদের হয়ে এই দায়িত্ব পালনেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। সম্প্রতি রক্ষণভাগের দায়িত্ব পালনের পাশাপাশি ছুটে আসেন আক্রমণভাগেও। এই জায়গাতেও সফলতা পাচ্ছেন তিনি। তাই স্প্যানিশ তারকা আফসোস করতেই পারেন, কেন যে স্ট্রাইকার হলেন না!
আক্রমণভাগের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে আরো একবার রিয়াল মাদ্রিদের ত্রাতা হলেন রামোস। বনে গেলেন রিয়ালের জয়ের নায়ক। যেখানে রিয়াল (২-২ গোলে) ড্র করে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে পারতো, সেখানেই রামোস নৈপুণ্যে দেপার্তিভোর বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।
এই জয়ে রিয়াল তাদের শীর্ষস্থান আরো মজবুত করলো। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা সমসংখ্যক ম্যাচ খেলে নিজেদের ঝুড়িতে জমা করেছে ৩১ পয়েন্ট। আর ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সেভিয়ার অবস্থান তৃতীয়।
রিয়ালের হয়ে রামোস জয়সূচক গোলটি করেন ম্যাচের অতিরিক্ত সময়ে। কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল আদায় করেন নেন তিনি। তার গোলেই রিয়াল বস জিনেদিন জিদান হাফ ছেড়ে বাঁচেন। পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে লিগ শিরোপা দৌড়ে আরো এগিয়ে গেল তারা।
এর আগে ম্যাচের ৫০ মিনিটে আলভারো মোরাতা গোল করে রিয়ালকে এগিয়ে দেন। কিন্তু ৬৩ মিনিটেই হোসেলু গোল করে দোপার্তিভোকে সমতায় ফেরান। এর ঠিক দু’মিনিট পরেই হোসেলুর গোলে এবার এগিয়ে যায় দেপার্তিভো। আর ৮৪ মিনিটে মারিয়ানো ডিয়াসের গোলে ২-২ ব্যবধানে সমতায় ফেরে রিয়াল।



This post has been seen 419 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১