সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: ২৮৬ রানের লক্ষ্য তাড়ার শুরুতে আস্থার সঙ্গে খেলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দুই অফ স্পিনার মইন আলি ও গ্যারেথ ব্যাটির স্পিন ভালোভাবেই সামলান দুই বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম ইনিংসের মতোই শুরুতে সতর্ক তামিম। বাজে বল পেলেই চড়াও হন ইমরুল।
২০০৮ সালে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই প্রথম ইনিংসে ১৭১ রানে গুটিয়ে যাওয়া নিউ জিল্যান্ড ম্যাচ জিতেছিল শেষ ইনিংসে ৩১৭ রান তুলে। তবে পারিপার্শ্বিকতা এবার ভিন্ন। উইকেটের আচরণ নাটকীয়ভাবে না বদলালে এই রান তাড়া বাংলাদেশের জন্য হবে ভীষণ কঠিন।
চতুর্থ দিন সকালে ২০ মিনিটের মধ্যে ১৩ রানে ইংল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাতে লক্ষ্য থাকে তিনশ’ রানের নিচে। তৃতীয় দিনের খেলা শেষে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছিলেন, তিনশ’ রানের নিচে লক্ষ্য পেল জেতার সম্ভাবনা খুব ভালোভাবেই বেঁচে থাকবে বাংলাদেশের।
ইংল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ২২৮/৮) ৮০.২ ওভারে ২৪০ (কুক ১২, ডাকেট ১৫, রুট ১, ব্যালান্স ৯, মইন ১৪, স্টোকস ৮৫, বেয়ারস্টো ৪৭, ওকস ১৯*, রশিদ ৯, ব্রড ১০, ব্যাটি ৩; মিরাজ ১/৫৮, সাকিব ৫/৮৫, তাইজুল ২/৪১, কামরুল ১/২৪, মাহমুদউল্লাহ ০/৬, শফিউল ১/১০)
আগের দিন জনি বেয়ারস্টোর আউট থেকে শেষ ৫১ রানে ইংল্যান্ড হারায় ৫ উইকেট। তাদের প্রথম ৫ উইকেট পড়েছিল ৬২ রানে। মাঝে বেন স্টোকস আর বেয়ারস্টোর ১২৭ রানের জুটি।
দ্বিতীয় নতুন বলে ইংল্যান্ডকে গুটিয়ে দেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হন গ্যারেথ ব্যাটি (৮ বলে ৩)। ৮১তম ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় অতিথিরা। জেতার জন্য বাংলাদেশের লক্ষ্য ২৮৬ রান।
এর আগে সাকিব আল হাসানের বলে দ্রুত এক রান নিতে গিয়ে রান আউট হন স্টুয়ার্ট ব্রড (২৭ বলে ১০)। মেহেদী হাসান মিরাজের দারুণ ফিল্ডিংয়ের পর বাকি কাজটুকু সহজেই সারেন মুশফিকুর রহিম। ৭৮তম ওভারে ব্রড ফিরে যাওয়ার সময় ইংল্যান্ডের স্কোর ২৩৩/৯।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ২২৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৫ রানে এগিয়ে থাকা অতিথিদের লিড তখন ২৭৩।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৮ (তামিম ৭৮, ইমরুল ২১, মুমিনুল ০, মাহমুদউল্লাহ ৮৫, মুশফিক ৪৮, সাকিব ৩১, শফিউল ২, সাব্বির ১৯, মিরাজ ১, তাইজুল ৩*,
কামরুল ০; ব্রড ০/১২, ব্যাটি ১/৫১, ওকস ০/১৫, রশিদ ২/৫৮, মইন ৩/৭৫, স্টোকস ৪/২৬, রুট ০/৫)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৯৩ (কুক ৪, ডাকেট ১৪, রুট ৪০, ব্যালান্স ১, মইন ৬৮, স্টোকস ১৮, বেয়ারস্টো ৫২, ওকস ৩৬, রশিদ ২৬, ব্রড ১৩, ব্যাটি ১*; শফিউল ০/৩৩, মিরাজ ৬/৮০, কামরুল ০/৪১, সাকিব ২/৪৬, তাইজুল ২/৪৭, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৭, মুমিনুল ০/০)।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি