ভয় ধরিয়ে দিয়েছিলেন মোহাম্মদ আমির

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

ভয় ধরিয়ে দিয়েছিলেন মোহাম্মদ আমির

নিউ সিলেট ডেস্ক ::::  ব্রিসবেনে শুরু হয়েছে অস্ট্রেলিয়া আর পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম টেস্ট। প্রথম দিনই অসি ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে ব্যাকফুটে পাকিস্তান। তবে, প্রথম দিনই পাকিস্তান সমর্থকদের জন্য দুঃসংবাদ। ইনজুরির কবলে পড়েছেন দেশটির বাম হাতি পেসার মোহাম্মদ আমির। যদিও চিকিৎসকদের চেষ্টায় আবার মাঠে নেমে বল করতে পেরেছেন তিনি।
ডেভিড ওয়ার্নারকে এলবিডব্লিউ করে পাকিস্তানকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন আমিরই। তবে, অধিনায়ক স্টিভেন স্মিথের দারুণ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় অসিরা। ১৫১ রানে ৩ উইকেট পড়ার পর স্মিথ আর পিটার হ্যান্ডসকবের ব্যাটে দারুন প্রতিরোধ গড়ে তোলে অস্ট্রেলিয়া।
ঘটনাটা ঘটছিল ৩ উইকেটে ২২০ রানের খেলা যখন চলছিল, তখন। এ সময় বল করছিলেন ওয়াহাব রিয়াজ। ব্যাট করছিলেন হ্যান্ডসকব। ফাইন লেগে খেলেছেন তিনি। সেখানে ফিল্ডার ছিলেন মোহাম্মদ আমির। দৌড়ে এসে তিনি বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু বেকায়দায় পড়ে হাঁটু চেপে শুয়ে পড়েন তিনি।
সতীর্থরা এসে শশ্রুষা করা চেষ্টা করেন আমিরের; কিন্তু কিছুই হলো না। বোঝাই গেলো বেশ বড় ইনজুরিতে পড়েছেন তিনি। ফিজিওর কাঁধে চড়ে মাঠ ত্যাগ করেন তিনি। তবে, ড্রেসিং রুমে বসে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন আমির। এরপর দিনের তৃতীয় সেশনে আবার মাঠে নামেন এবং এক স্পেল বোলিংও করেন তিনি।
ম্যাচ শেষে আজহার আলি বলেন, ‘আমরা তো সবাই ভয়ই পেয়ে গিয়েছিলাম। যেভাবে হাঁটু চেপে ধরে শুয়ে পড়েছিলো সে। তবে, সবাইকে আস্বস্থ করে সে আবার বোলিংয়ে ফিরে আসলো। এ জন্য আল্লাহকেও ধন্যবাদ।



This post has been seen 296 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১