টেস্ট ক্যারিয়ারে স্মিথের ১৬তম সেঞ্চুরি

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

টেস্ট ক্যারিয়ারে স্মিথের  ১৬তম সেঞ্চুরি

নিউ সিলেট ডেস্ক :::::  দুর্দান্ত ফর্মেই আছেন স্টিভেন স্মিথ। তার ব্যাট হেসে চলেছে রীতিমতো। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে স্মিথ অপরাজিত আছেন ১১০* রানে। তার ১৯২ বলের ইনিংসটি সমৃদ্ধ ১৬টি চারে। আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনে আরেক অপরাজিত ব্যাটসম্যান পিটার হ্যান্ডস্কোপের সঙ্গে ব্যাট করতে নামবেন অসি অধিনায়ক।
স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ করেছে ৩ উইকেটে ২৮৮ রান। হাতে আছে ৭ উইকেট। বড় সংগ্রহের পথেই রয়েছে অসিরা। বলা অপেক্ষা রাখে না যে স্বাগতিক ব্যাটসম্যানদের দাপটে ব্রিসবেন টেস্টে ব্যাকফুটে পাকিস্তান।
এদিকে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে শুভসূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশ। উদ্বোধনী জুটিতে দলের স্কোরশিটে ৭০ রান যোগ করেন তারা। এই জুটি ভাঙেন মোহাম্মদ আমির। ৩২ রান করা ওয়ার্নারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাকিস্তানি এই পেসার।
তবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথমবারের মতো ফিফটি তুলে নেন ম্যাট রেনশ। ওয়াহাব রিয়াজের বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৭১ রানের মূল্যবান এক ইনিস দলকে উপহার দেন ২০ বছর বয়সী এই ওপেনার।
তিনে ব্যাট করতে নামা উসমান খাজা নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যক্তিগত ৪ রানের মাথায় ইয়াসির শাহর ঘূর্ণিতে পরাস্ত হন তিনি। ফিফটি তুলে নিয়েছেন পিটার হ্যান্ডস্কোপও। দিন শেষে ৬৪ রানে অপরাজিত আছেন তিনি।
পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।



This post has been seen 330 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১