রোনালদো ও করিম বেনজেমার আলোয় আলোকিত রিয়াল

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

রোনালদো ও করিম বেনজেমার আলোয় আলোকিত রিয়াল

নিউ সিলেট ডেস্ক :::::  জাপানের ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে আলো ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। আর সেই আলোয় আলোকিত হলো রিয়াল মাদ্রিদ। রোনালদো-বেনজেমা নৈপুণ্যে ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিট পেল লস ব্লাঙ্কসরা।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে আজ বৃহস্পতিবার জিনেদিন জিদানের দল হারিয়েছে কনকাকাফ চ্যাম্পিয়ন ক্লাব আমেরিকাকে, ২-০ গোলের ব্যবধানে। আগামী রোববার ফাইনালের লড়াইয়ে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সেই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। জাপানে খেলতে নেমে সেই দাপটই দেখালেন রোনালদো-বেনজেমরা! নিজেদের দিনে তারা যে বেশ ভয়ঙ্কর।
তবে ‘দাপুটে’ ম্যাচটিতে রিয়ালকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ অবধি। রেফারি যখন বিরতিতে যাওয়ার সুর (বাঁশি বাজানো) তুলবেন, ঠিক তখনই বল পায়ে ভেলকি দেখান টনি ক্রস। বলটা দখলে নিয়ে দারুণ এক পাস দেন বেনজেমাকে। আর ফরাসি স্ট্রাইকারও ভুল করেননি। ম্যাচের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিট) আমেরিকার গোলরক্ষককে বোকা বানান বেনজেমা। তাই ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল।
মজার বিষয়, রিয়াল দ্বিতীয় গোলটাও পায় অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিট)। এবারের গোলটি রোনালদোর। ডানপ্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রসে রোনালদোকে বল ধরিয়ে দেন হামেস রদ্রিগেজ। অসাধারণ দক্ষতায় বলটি আমেরিকার জালে জড়ান রোনালদো (২-০)। আর তাতে রিয়াল সমর্থকদের মুখে ফোটে ফাইনালে ওঠার হাসি।



This post has been seen 388 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১