সিডনি থান্ডার স্কোয়াডের দল ঘোষনা

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

সিডনি থান্ডার স্কোয়াডের দল ঘোষনা

নিউ সিলেট ডেস্ক ::::  সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭ উইকেটে জয় দিয়েই প্রস্তুতি পর্ব শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের মুখোমুখি হবে বিসিবি একাদশ। ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার।
প্রস্তুতি ম্যাচটি সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সিডনি থান্ডার। সেই স্কোয়াডে রয়েছেন রায়ান গিবসন, ইয়ান মরগান, প্যাট কামিন্স, জ্যাক ডোরান, ক্রিস গ্রিনের মতো তারকারা।
সিডনি থান্ডার এখন নতুন মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছে। তার মধ্যে একটি আন্তর্জাতিক দলের (বাংলাদেশ) বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে তারা। এই ম্যাচে জয় দিয়ে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রাখতে চাইবে বিগ ব্যাশ চ্যাম্পিয়নরা।
অপরদিকে বাংলাদেশ দল চাইবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতেও জয় তুলে নিতে। তাহলে এই ম্যাচে জয় পেলে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে।
সিডনি থান্ডারের স্কোয়াড : ফাওয়াদ আহমেদ, অ্যাইডেন ব্লিজার্ড, প্যাট কামিন্স, জ্যাক ডোরান, রায়ান গিবসন, ক্রিস গ্রিন, জে লেন্টন, কার্টিস প্যাটারসন, ইয়ন মরগান, নাথান অ্যালিস্টার ম্যাকডারমট, ক্লিন্ট ম্যাককে, অর্জুন নায়ার ও গুরিন্দার সান্ধু।



This post has been seen 299 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১