নিউজিল্যান্ডে বিপক্ষে জয় উপহার দিতে পারবো : মুশফিক

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

নিউজিল্যান্ডে বিপক্ষে জয় উপহার দিতে পারবো : মুশফিক

নিউ সিলেট ডেস্ক :::::  নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। ইতোমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছেন টাইগাররা। দুই ম্যাচে দুই ধরনের অভিজ্ঞতা হলো মাশরাফি-মুশফিক-তাসকিন-মিরাজদের।
প্রথমটিতে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছিল মাশরাফির বাংলাদেশ। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের কাছে ৬ উইকেটে হেরে গেছে মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন বিসিবি একাদশ।
প্রস্তুতি ম্যাচে অবশ্য পূর্ণ শক্তির বাংলাদেশ দল খেলতে পারেনি। ক্রিকেটারদের পরখ করে নিতে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় সব খেলোয়াড়কেই মাঠে নামানো হয়! এই প্রস্তুতি কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় উপহার দেবেন বলে জানান মুশফিকুর রহীম।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাশরাফির অনুপস্থিতিতে বিসিবি একাদশকে নেতৃত্ব দেন মুশফিক। ম্যাচ শেষে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিক বলেন, ‘আমি মনে করি, এই মাঠে আমরা ২০ রান কম করেছি। এখানে ব্যাট করা কিছুটা দুরূহ। তাছাড়া আমাদের দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও খেলেনি। তারা যদি খেলত তাহলে ম্যাচের ফল বিপরীত হতে পারতো। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটি জিততে পারিনি। তবে এই অভিজ্ঞতা নিউজিল্যান্ডে কাজে দেবে। সেখানে আমরা জয় উপহার দিতে পারবো বলে আশাবাদী।



This post has been seen 458 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১