হ্যাটট্রিকে বার্সার গোল উৎসব

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

হ্যাটট্রিকে বার্সার গোল উৎসব

নিউ সিলেট ডেস্ক ::::  আর্দা তুরানের হ্যাটট্রিকে হারকিউলিসের বিপক্ষে গোল উৎসব করেছে বার্সেলোনা। কোপা দেল রের ফিরতি লেগে হারকিউলিসকে ৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লুইস এনরিকের শিষ্যরা।
মেসি-নেইমার-সুয়ারেজকে ছাড়াই বছরের শেষ ম্যাচে মাঠে নামে বার্সা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে। তবে নিজেদের প্রথম গোলের জন্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার ডিগনির গোলে লিড নেয়। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাকিটিক।
বিরতি থেকে ফিরে ব্যবধান ৩-০ করেন রাফিনহা। ম্যাচের ৫৫ মিনিটে নিজের প্রথম গোল করে ব্যবধান ৪-০ করেন তুরান। আর ৭৩ মিনিটে বার্সার হয়ে প্রথম গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার আলকাসের। ম্যাচের ৮৬ থেকে ৮৯, এই তিন মিনিটের মধ্যে আরও ২ গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তুরান। বাকি সময় আর গোল না হলে বড় জয়ের আনন্দে বছর শেষ করলো লুইস এনরিকের দল।



This post has been seen 290 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১