অনুশীলনে ব্যস্ত মাশরাফি-মুশফিকরা

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

অনুশীলনে ব্যস্ত মাশরাফি-মুশফিকরা

নিউ সিলেট ডেস্ক ::::  গতকাল ক্রাইস্টচার্সে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখানেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর চারটায় কিউইদের মুখোমুখি হবে টাইগাররা।
ক্রাইস্টচার্সে পৌঁছে গতকাল কোনও অনুশীলন করেনি টাইগাররা। তবে, শনিবার স্থানীয় সময় সকাল দশটায় হেগলি ওভালে অনুশীলন করতে নামেন মাশরাফি-মুশফিকরা।
ক্রাইস্টচার্সের আবহাওয়া এখন খুব ঠান্ডা। সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ফলে, মাঠের পারফরম্যান্সের চেয়ে মাশরাফিদের বড় চ্যালেঞ্জ হবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া।
গত ২২ ডিসেম্বর ওয়াঙ্গারেইতে নিউজিল্যান্ড একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং সত্ত্বেও এই ম্যাচে তিন উইকেটে হেরে যায় মাশরাফিরা। এই সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।



This post has been seen 294 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১